বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ, সাইক্লোন নিয়ে সতর্কবার্তা মমতার

বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ, সাইক্লোন নিয়ে সতর্কবার্তা মমতার

কলকাতা: শত কাজের মাঝেও বাড়ির কালীপূজো নিয়ে ব্যস্ত থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপূজো এবং দীপাবলীর আবহে রাজ্যবাসী আনন্দে মেতেছে ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গেই রয়েছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর আতঙ্ক। আর সেই নিয়েই বিশেষ বার্তা দিলেন মমতা। তিনি পরামর্শ দিয়ে বললেন, খুব দরকার না পড়লে যেন কেউ বাড়ির বাইরে না বেরোন। আর যারা রিলিফ সেন্টারে আছেন আজ রাতটুকু ওখানেই থাকুন।

আরও পড়ুন- আরও কাছে সিত্রাং! বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ ৭ জেলা, জারি কমলা সতর্কতা

মুখ্যমন্ত্রী এদিন জানান, সাইক্লোন বাংলাদেশের দিকে চলে গেছে৷ আজ রাত ১২’টায় ওখানে ল্যান্ডফল হবে। বাংলায় হালকা বৃষ্টি হবে। সবাইকে অনুরোধ এখন‌ই বাড়ি ফিরবেন না, আপনারা যে রিলিফ সেন্টারে আছেন আজ রাতটুকু ওখানেই থাকুন। সরকার যা ব্যবস্থা নিয়েছে সেটা মেনে চলুন। সতর্কতা মুলক ব্যবস্থা জারি থাকবে। সবাই দেখে নেবেন, ঝড়-বৃষ্টি হলে বেরোবেন না৷ এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, মঙ্গলবার ভোরেই ঘূর্ণিঝড়টি দুই ২৪ পরগনাকে ছুঁয়ে পৌঁছে যাবে বাংলাদেশ উপকূলে।

আভাস দেওয়া হয়েছে, ২৫ তারিখ ভোরে বরিশালের খুব কাছে তিনকোণা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে৷ কিন্তু তার আগে ২৪ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ সন্ধ্যের পর হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি হবে৷ হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার৷ এছাড়াও উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =