ভুয়ো চাকরিপ্রার্থীদের বরখাস্তের দাবি, ফের আন্দোলনে ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা

ভুয়ো চাকরিপ্রার্থীদের বরখাস্তের দাবি, ফের আন্দোলনে ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীরা

কলকাতা: শিক্ষা স্বাস্থ্যের পর ফের শিক্ষা৷ ২০১৬-২০১৭ প্যানেলের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ-সি ও গ্রুপ-ডিয়ের ওয়েটিং চাকরি প্রার্থীরা ফের জুম্মাবারে এসএসসি ভবন অভিযানে সামিল হল। তাদের দাবি, ১৬-১৭ সালের গ্রুপ সি এবং ডিয়ের প্যানেলে প্রায় চার হাজার জন পাস করে৷ তার পরেও নিয়োগ হয়নি। এরপর বেশকিছু জনকে নিয়োগ করা হয় যেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

এরপর আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলে ২০২২ এর শুরুতেই একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ১ হাজার ৯৮০ জনকে গ্রুপ ডি ও ১ হাজার ১২০ জনকে গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে৷ অভিযোগ ঘোষিত তালিকার বাইরেও রয়ে গিয়েছেন যোগ্য ৬০০ জন৷ এমনকি লিস্টে তাদের নাম থাকার পরেরও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। যাতে অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই কারণে আজ চাকরি প্রার্থীরা সল্টলেক ময়ূখ ভবনের সামনে জমায়েত করে। এখান থেকে মিছিল করে এসএসসি ভবন যায়৷ স্বাভাবিকভাবে এদিন নতুন করে তপ্ত হয়ে উঠেছে এসএসসি ভবন৷

আন্দোলনকারীদের দাবি, ভুয়ো প্রার্থীদের বিতাড়িত করে সেই সিটগুলিতে এবং আপডেট ভ্যাকেন্সিতে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ওয়েটিংদের জন্য। গ্রুপ সি এবং ডি সমস্ত ওয়েটিং প্রার্থীদের দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া চালু করে সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে চুরি করে চাকরি পাওয়া সকল অভিযুক্তদের বরখাস্তেরও দাবি তুলেছেন তাঁরা৷ ব্সতুত, অসৎ পথে চাকরি পাওয়ার অভিযোগে ইতিমধ্যেই আদালতের নির্দেশে জামিন নাকচ হয়ে গিয়েছে রাজ্যের দাপুটে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি৷ যদিও এই দিনের অভিযানের বিষয়ে শিক্ষা দফতরের কোনও কর্তার প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =