কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ একটা রয়েছেই, তার মধ্যে ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। কলকাতা এবং হাওড়া জেলায় পরিস্থিতি সবথেকে বেশি আতঙ্ক বৃদ্ধি করছে। কারণ ইতিমধ্যে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছ বলে জানা গিয়েছে। শেষ তিনদিনের মধ্যে কলকাতা এবং হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে বলে খবর।
আরও পড়ুন- অবসরের ৩ বছর পরেও মেলেনি পেনশন, ঝুলন্ত দেহ উদ্ধার ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষকের
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে। আগেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল যে, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভা এলাকায় উদ্বেগজনভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছিল। এখন হাওড়া এই তালিকায় ঢুকে পড়েছে।
শেষ রিপোর্টে উল্লেখ ছিল, কলকাতার ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮২, ৮৩, ৯৩, ৯৪, ১১২, ১১৭ ও ১২১ নম্বর ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ। এছাড়াও বাগুইআটি, বিধাননগর এলাকায় বাড়ছে এই রোগ। ইতিমধ্যে বেশ কয়েক দফায় ডেঙ্গু নিয়ে বৈঠক করেছে রাজ্য সরকার। পদক্ষেপ নেওয়ার পরেও ডেঙ্গু কিছু চিন্তা কিছুতেই কমতে দিচ্ছে না সাধারণ মানুষের।