দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল

দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল

কলকাতা: সিবিআই নিয়ে কিছুদিন আগেই জল্পনা উদ্দীপক মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথা ছিল, সিবিআই পাবলিকের টাকায় চলে, সুবিচার দিতে না পারলে প্রশ্ন উঠবেই। পাশাপাশি আরও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। সিবিআই নিয়ে তাঁর এই বিরূপ মন্তব্যের কারণে সম্প্রতি ফের একবার দিল্লির ভর্ৎসনার মুখে পড়েছেন দিলীপ। তাই এবার সিবিআই নিয়ে তাঁর সুর নরম হল। সিবিআই ছাড়া উপায় নেই, ঠিক এমনই ইঙ্গিত পাওয়া গেল তাঁর কথায়।

আরও পড়ুন- যে কোনও সংস্থা তদন্ত করুক, আপত্তি নেই! সম্পত্তি মামলায় জানাল সিপিএম

মাঝে সিবিআই নিয়ে কার্যত অনাস্থা প্রকাশ করেছিলেন তিনি। একাধিক মামলার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তিনি খুশি ছিলেন না, তা ব্যক্ত করেছেন। কিন্তু এখন তিনি বলছেন, সিবিআইয়ের ওপর ভরসা ছাড়া আর উপায় কী। যদিও দিলীপ এও বলছেন, যে দুর্নীতি নিয়ে চিন্তিত ছিলেন তার তদন্ত হচ্ছে, এটাই বড় কথা। এর আগে ভোট পরবর্তী হিংসার ইস্যুতে সিবিআই তদন্ত নিয়ে অন্য মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। এমনকি সিবিআইকে বাংলায় ‘সেটিং’ করা হয়েছে, এমন কথাও বলতে শোনা যায় তাঁকে। তবে সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁকে সতর্ক করেন এই বিষয়ে। এরপরেই সুর বদলাল দিলীপ ঘোষের।

আগে দিলীপ সিবিআই তদন্ত নিয়ে বলেছিলেন, ”আমি যখন রাজ্য সভাপতি ছিলাম, আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। আমাদের ২০০ জন কর্মীকে খুন করা হয়েছে৷ ভোটের পর ৬০ জন কর্মী খুন হয়েছেন। আমরা কোর্টেও গিয়েছিলাম৷  কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আমার প্রশ্ন, সেই মামলায় ক’জন সাজা পেয়েছে? ক’জন নিহত কর্মীর পরিবারকে আমরা সুবিচার দিতে পেরেছি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 7 =