তৃণমূলের অনেকেই দ্রৌপদীকে ভোট দেবে! চরম আত্মবিশ্বাসী দিলীপ

তৃণমূলের অনেকেই দ্রৌপদীকে ভোট দেবে! চরম আত্মবিশ্বাসী দিলীপ

কলকাতা: চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে লড়াই। যদিও অধিকাংশের মতেই, নির্বাচনে জিতছেন সরকার পক্ষের প্রার্থীই। বিরোধীদের পক্ষ থেকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রার্থী যশবন্ত নিজেই তাঁকে সমর্থন করার বিষয় নিয়ে মুখ খুলেছেন। আর এই প্রেক্ষিতেই হয়তো বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী হয়েছেন যে, তৃণমূলের অনেকেই এনডিএ প্রার্থীকে ভোট দেবে।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাই কোর্টে

বিজেপি সাংসদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে এনডিএ প্রার্থী কে হবেন তা আগে জানতে তাঁকে সমর্থন করার কথা ভাবতেন। কিন্তু বিষয় হল তিনি আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। তাই এখন যখন একজন আদিবাসী-দলিত রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন, তাই তৃণমূলের অনেকেই তাঁকে ভোট দেবেন। তিনি আরও বলছেন, তাদের প্রার্থীর মনোনয়নে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু যশবন্ত সিনহার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। এদিকে, আবার মুখ্যমন্ত্রী বলেছেন, দ্রৌপদী মুর্মুর কথা ভেবে দেখতেন। এতে যশবন্ত সিনহাকে অপমান করা হল। তিনি রাজনীতি করছেন সবাই জানে। যদিও বিজেপি এই দাবির পাল্টা দিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি আদিবাসীদের কতটা ভালবাসে তা সকলের জানা।

উল্লেখ্য, এই মুহূর্তে দু’দিনের বাংলা সফরে এসেছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিন কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেমাটি ছুঁয়ে দেখেন তিনি৷ এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল সহ রাজ্যের অন্যান্য নেতা এবং বিধায়কেরা। তাঁর সঙ্গে এসেছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =