কলকাতা: প্রচণ্ড গরম বেড়েছিল মাঝে বেশ কয়েক সপ্তাহ ধরে। লাগাতার তাপপ্রবাহ চলছিল। সেই কারণে রাজ্য সরকার আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল। সেই অনুযায়ী ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে রাজ্যের স্কুল গুলিতে। কিন্তু এই ছুটি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকের মতে, ছুটি দেওয়ার আগে পরিবর্তনশীল আবহাওয়া নিয়ে ভাবা হয়নি। আগে থেকে একটা ইঙ্গিত মিলেছিল যে গরম কমতে পারে, সেটা নিয়েও ভাবেনি সরকার। অপ্রত্যাশিতভাবে এই নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এবার মমতা সরকারকে তোপ দাগতে ছাড়লেন না বিজেপি সাংসদ দিলীপ ঘোষও।
আরও পড়ুন- শাহি সফরের মাঝেই কাশিপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, বাড়িতে যাবেন আমিত শাহ
রাজ্যের স্কুল ছুটি দেওয়াকে কেন্দ্র করে আবার উত্তরবঙ্গ ভাগের বিষয়টিও মাথাচাড়া দিয়েছে। বিজেপির তরফ থেকেই ফের এই ইস্যু তোলা হয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে বঞ্চনার। এই আবহে আজ দিলীপ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইছে সবাইকে অশিক্ষিত করে রাখতে। শিক্ষাব্যবস্থা চালাতে পারছে না সরকার। আর যারা চালাচ্ছে মুখ্যমন্ত্রী তাদেরও চালাতে দিচ্ছেন না। এমনই গুরুতর অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। তাঁর সাফ কথা, স্কুল বন্ধ রাখার কোনও প্রয়োজনই ছিল না। সকলের পয়সা নেই বেসরকারি স্কুলে পড়ানোর। আসলে বেসরকারি স্কুল গুলি অনলাইন ক্লাস চালু রেখেছে, কিন্তু সরকারি স্কুল পুরোপুরি বন্ধ। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য দিলীপের।
রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে বেসরকারি স্কুল গুলিকেও। তারপর থেকেই আরও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি প্রথম থেকেই গোটা রাজ্যজুড়ে স্কুল বন্ধের বিরোধিতা করছে। মূলত উত্তরবঙ্গ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে, সেখানে মনোরম পরিবেশ হওয়া সত্ত্বেও স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।