শ্যামাপ্রসাদ-রাসবিহারীর ছবির ওপর নাড্ডা! চুপ থেকেও বিতর্কে দিলীপ

শ্যামাপ্রসাদ-রাসবিহারীর ছবির ওপর নাড্ডা! চুপ থেকেও বিতর্কে দিলীপ

কলকাতা: তাঁকে ‘সেন্সর’ করা হয়েছে। সংবাদমাধ্যমে তিনি যাতে কথা না বলেন সেই নির্দেশ তাঁকে দিয়েছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে বাংলা সফরে এসে নিজেই দিলীপের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অনেকেই মনে করছেন যে, দিলীপকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা হয়তো এবার ধীরে ধীরে থেমে যাবে। আপাতত আর মিডিয়াতে তেমন কোনও মন্তব্য করতে শোনা যায়নি দিলীপ ঘোষকে। কিন্তু তাও তিনি বিতর্কে জড়িয়ে গেলেন। এবার একটি ফেসবুক পোস্ট তাঁকে কটাক্ষের শিকার বানাল।

আরও পড়ুন- চিড়িয়াখানায় ওরাঙ্গুটানের কবলে পর্যটক! ভয়ঙ্কর পরিস্থিতি, রক্তারক্তি কাণ্ড, ভাইরাল ভিডিয়ো

ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাসবিহারী বসুর ছবির ওপরে জে পি নাড্ডার ছবি রাখা। দেখে মনে হচ্ছে, সেটি একটি বড় পোস্টার। আর তাতেই তুঙ্গে বিতর্ক। কী করে দু’জন বিশিষ্টজনের ওপর স্থান পান জে পি নাড্ডা সেই প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে লেখালেখি শুরু করে দিয়েছেন। কেউ বলছেন বিজেপিকে ধীক্কার জানাই, আবার কেউ নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। তবে এই ছবি পোস্ট করে দিলীপ লিখেছিলেন, ”রাসবিহারী বসু গবেষণা ইনস্টিটিউটে, বিপ্লবী রাসবিহারী বসুকে সম্মান জানালাম এবং শ্রদ্ধাজ্ঞাপন করলাম। সম্মানীয় জেপি নাড্ডা এখন বাংলায়।”

গতকাল রাজ্য সফরে এসেছেন জে পি নাড্ডা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিয়ে কয়েক দফা বৈঠক সেরে ফেলেছেন তিনি। আবার জানা গিয়েছে, শুধুমাত্র দিলীপ ঘোষকে নিয়ে তিনি আলাদা বৈঠক করবেন। তবে আপাতত কিছু না বলেই বিতর্কে দিলীপ। দেখা যাক এই নিয়ে নাড্ডার কোনও প্রতিক্রিয়া মেলে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =