জোর করে দিয়েছে! পুজোর অনুদানের জায়গায় ডিএ নিয়ে সওয়াল তুললেন দিলীপ

জোর করে দিয়েছে! পুজোর অনুদানের জায়গায় ডিএ নিয়ে সওয়াল তুললেন দিলীপ

কলকাতা: দুর্গাপুজোতে ৬০ হাজার টাকা করে ক্লাবগুলিকে অনুদান না দিয়ে সরকারি কর্মীদের ডিএ দেওয়া যেত। আবারও এই প্রসঙ্গে মুখ খুলে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তিনি বললেন, পুজোগুলিকে বা ক্লাবগুলিকে হাতে রাখার জন্যই এই অনুদান দেওয়া হয়েছে। তবে এইভাবে রাজনীতি না করে ডিএ দিলে সেটা অনেক ভাল হত।

আরও পড়ুন- ১০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদের পর সৌমেন্দুকে ফের তলব, গুঞ্জন শুরু

এদিন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, যে টাকা দুর্গাপুজোয় দেওয়া হয়েছে সেই টাকা আদতে কেউ চায় না। এর থেকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে পারত সরকার। কিন্তু তা দেওয়া হল না। আসলে ক্লাবগুলিকে টাকা দিয়ে হাতে রাখতে চাইছে মমতার সরকার। এভাবে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ দিলীপের। তিনি আরও বলেন, ডিএ দিলে অনেক পরিবারে খুশি আসত, আনন্দ আসত। এতদিনের বকেয়া টাকা পেলে তারা স্বস্তি পেত। কিন্তু শুধুমাত্র ফুর্তি করার জন্য তা দেওয়া হচ্ছে না।

কলকাতা হাইকোর্ট অনেক আগেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। সেই নির্ধারিত দিনও পেরিয়ে গিয়েছে। কিন্তু সরকারি কর্মীরা ডিএ পাননি। আসলে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে বলে শোনা যাচ্ছে। আপাতত এখন এই বিষয়টি আদালতে বিচারাধীন। তাই ব্যাপারটি আরও জটিল হয়ে উঠছে দিনদিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =