কলকাতা: পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে জেলার সংখ্যা। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। আগামী ছয় মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন। যদিও দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখে নেওয়া যাক এই নতুন জেলাগুলি কী কী।
আরও পড়ুন- দিল্লিতে চার বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মুখোমুখি বৈঠকে বসছেন সোনিয়া-মমতা?
