কলকাতা: আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাপ চরমে। শাসক শিবিরের বিরুদ্ধে প্রথম থেকেই পরপর অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম। ভোট লুট থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আসানসোল তুলনামুলকভাবে সবথেকে বেশি উত্তপ্ত হলেও বালিগঞ্জও কিছু কম যায়নি। তবে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিল যে, ভোটে রিগিং হয়নি। আর তাদের এই দাবিকে ‘স্বাগত’ জানাল তৃণমূল।
আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী! বড় অভিযোগ আনল তৃণমূল
নির্বাচন কমিশন জানিয়েছে, কোথাও কোনও রিগিং হয়নি। বিরোধীরা যে ধরণের অভিযোগ করেছে তা খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু এমন কোনও ঘটনার সারবত্তা নেই বলেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। আর কমিশনের এই ব্যাখ্যা শুনেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নির্বাচন কমিশন যেখানে নিজেই বলেছে রিগিং হচ্ছে না তাহলে এটাই তো শেষ কথা। বাকি কারা কী বলছে তা কোনও গুরুত্ব রাখে না। এই বলে বরং তিনি পাল্টা বলছেন, বিজেপি প্রার্থীরাই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কর্মীর মতো ব্যবহার করছেন। আসলে আসানসোলে সবথেকে বেশি অভিযোগের নিশানা হয়েছে তৃণমূল। একাধিক বুথ দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
ভোট শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এমন হয়নি যে আসানসোল থেকে কোনও অভিযোগ আসছে না। প্রায় প্রতি ঘণ্টায় নতুন নতুন অভিযোগ আসছে সেখান থেকে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তো তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ইতিমধ্যেই। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, তৃণমূল পুলিশ দিয়ে ভোট লুট করাচ্ছে। দাবি করেছেন, কয়লা চোর-লোহা চোর-বালি চোরদের দিয়ে ভোট লুঠ করাচ্ছে এখানকার থানার ওসি। তাই সকলকে আটকানো হচ্ছে।