কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যেই একের পর এক বিস্ফোরক দাবি নিজেদের চার্জশিটে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিরাট সম্পত্তি থেকে শুরু করে অর্পিতার সন্তান নেওয়ার ইচ্ছা, দেশের বাইরে ঘুরতে যাওয়া, সবকিছু নিয়েই তথ্য দিয়েছে ইডি। এবার তারা জানাল, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে মন্ত্রীর ছাপ দেওয়া খাম উদ্ধার হয়েছে। তাহলে কী ছিল সেই খামে, জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন- মণ্ডপে মণ্ডপে ঢাকের বোল তুলবেন রামনগরের নমিতা-সোনালিরা, চলছে প্রস্তুতি
আদালতে এই ইস্যুতে ১৭২ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। এই চার্জশিটেই তারা জানিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি খাম পাওয়া গিয়েছিল যে খামের ওপর লেখা ছিল ‘মিনিস্টার ইন চার্জ, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’। তাহলে খামে কী ছিল? গোয়েন্দা সংস্থার দাবি, ওই খামের মধ্যে ৫ লক্ষ টাকা নগদ ভরা পেয়েছেন তারা। পরেই সেই টাকা বাজেয়াপ্ত করে ইডি। যদিও জিজ্ঞাসাবাদের সময়ে পার্থ চট্টোপাধ্যায় এই অর্থ সম্পর্কে কিছুই বলতে পারেননি বলেও জানা যায়।
ইডি প্রথম থেকেই দাবি করে আসছে যে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার সঙ্গে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে নিবিড় যোগ ছিল তার প্রমাণ তারা পেয়েছে। এই টাকার খাম আরও বড় প্রশ্ন তুলে দিল। অর্পিতার ফ্ল্যাটে সরকারি সীলমোহর দেওয়া খাম এল কীভাবে? এই টাকার সঙ্গে কী চাকরিপ্রার্থীদের দেওয়া টাকার যোগ আছে? সেই টাকাই কি এই টাকা? এখন এইসব তথ্য খুঁজে পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।