অর্পিতার পর মোনালিসা, ইডির নজর আরও এক ‘পার্থ ঘনিষ্ঠ’র দিকে

অর্পিতার পর মোনালিসা, ইডির নজর আরও এক ‘পার্থ ঘনিষ্ঠ’র দিকে

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গেও গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ‘টাকার পাহাড়’। তবে অর্পিতা ছাড়াও আরও এক মহিলার দিকে নজর দিয়েছে ইডি যিনিও পার্থ ‘ঘনিষ্ঠ’ বলে দাবি। তাঁর নাম মোনালিসা দাস। কিন্তু কেন তাঁকে নিয়ে ধন্দ? জানা গিয়েছে, তাঁর নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে।

আরও পড়ুন- ‘এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না’, পার্থর গ্রেফতারি নিয়ে বললেন বিমান

একাধিক সূত্রের দাবি, মোনালিসার নামে অন্তত ১০ টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও তিনি যে ২০১৪ সালে আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তা নিয়েও প্রশ্ন আছে। ওই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হিসেবে তিনি প্রভাব খাটিয়ে যোগ দিয়েছেন বলে অভিযোগ। তাহলে কি তাঁর সঙ্গেও ‘ঘনিষ্ঠতা’ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন সামনে আসছে। যদিও শেষ কিছু বছরে আদৌ তাঁর সঙ্গে মন্ত্রী কোনও যোগাযোগ ছিল কিনা, জানা যায়নি। আপাতত ওই মহিলার বিষয় সম্পত্তি নিয়ে খোঁজ চালাচ্ছে ইডি। আরও টাকা উদ্ধার হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ইতিমধ্যেই অর্পিতার ফ্ল্যাট থেকে মোট ২১.২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা, ৭৯ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে, পাশাপাশি কলকাতা এবং শহরতলিতে অর্পিতার প্রায় ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আরও জানা গিয়েছে, যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষা দফতরের খাম! ইডি আরও জানিয়েছে, বেশ কিছু জমির দলিল পর্যন্ত মিলেছে এই তল্লাশি অভিযানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + thirteen =