আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার চার জায়গায় হানা ইডির

আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার চার জায়গায় হানা ইডির

কলকাতা: আর্থিক তছরুপের মামলায় কলকাতার চার জায়গায় ইডির তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, অভিজিৎ সেন নামের এক ব্যাবসায়ীর অফিস, বাড়ি সহ মোট চার জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কলকাতার যোদপুর পার্কের ১৩৩ নম্বর বাড়ি, যোদপুর পার্কের ৩৬২ নম্বর বাড়ি, সাউথ সিটি আবাসনের ২ নম্বর টাওয়ারের ৩৪জি নম্বর বাড়ি এবং ১৭ নম্বর যোদপুর পার্কের অফিসে তল্লাশি অভিযান ইডির।

ইডি সূত্রে খবর, অভিজিতা কনস্ট্রাকশন নামের একটি সংস্থার মালিক অভিজিৎ সেন। ঝাড়খণ্ডের রাঁচিতে অফিস ছিল এই ব্যক্তির। এছাড়াও কলকাতার যোদপুর পার্ক রয়েছে ব্রাঞ্চ অফিস। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় কিছুদিন আগেই এই ব্যক্তির নাম উঠে আসে ইডি তদন্তে। সেই সূত্র ধরেই কলকাতার চার জায়গায় আজ তল্লাশি অভিযান চালায় ইডি।

এছাড়াও কলকাতার তিন জায়গায় এদিন তল্লাশি চালায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরটের দল৷ যোধপুরপার্ক, সাউথ সিটি সহ তিন জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর্থিক তছরুপের ঘটনায় হানা বলে ইডি সূত্রে খবর। যদিও এখনই এই বিষয়ে ইডির কর্তারা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি৷ জানা গিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে যোগ রয়েছে কলকাতার প্রভাবশালীদেরও৷ তাই তদন্তে প্রভাবশালীদেরও নজরে রাখছেন তদন্তকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =