কলকাতা: আরও চাপ বাড়ল রাজ্য সরকারের। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। আগামী কাল, বুধবার বেলা ১২ টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের তরফে।
আরও পড়ুন- জোরালো হচ্ছে বর্ষা, কলকাতাসহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেবও চাওয়া হয়েছিল। এই মামলায় এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল। এবার করল ইডি। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই মামলায় গ্রেফতার হয়েছেন ইডির হাতে। তাই তাঁর গ্রেফতারির কিছুদিনের মধ্যেই মানিক ভট্টাচার্যকে তলব যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা নিশ্চিতভাবে বলা যায়। অনেকের অনুমান, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে যে নথি হাতে পেয়েছে ইডি তা খতিয়ে দেখেই মানিককে তলব করা হয়েছে। এখন দেখা যাক এই তলব থেকে আর কোনও বিস্ফোরক তথ্য হাতে আসে কিনা।
এদিকে ইতিমধ্যেই জানা গিয়েছে যে টেট দুর্নীতিতেও নাম জড়িয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। এমনটাই জানা গিয়েছে ইডির তরফে। কেন ওই নথি তাঁর বাড়িতে, কী ভূমিকা ছিল টেট নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের, তাই খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দা আধিকারিকরা। ইডি জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই এই নথি মিলেছে। তাদের সিজার লিস্টেও এই নথির কথা উল্লেখ করা আছে। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সেই সংশোধিত নথি ছিল রাজ্যের শিল্পমন্ত্রীর বাড়িতে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে শিক্ষক বদলির নথি, অ্যাডমিড কার্ড সহ একাধিক তথ্য।