অভিষেক যাননি, সাংসদের স্ত্রী-শ্যালিকাকেও তলব ইডির

অভিষেক যাননি, সাংসদের স্ত্রী-শ্যালিকাকেও তলব ইডির

কলকাতা: কয়লা পাচার মামলায় ফের তবল করা হয়েছিল  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ কিন্তু, মঙ্গলবার তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লির সদর দফতরে হাজিরা দেননি। ব্যক্তিগত কারণে ইডির দিল্লির কার্যালয়ে হাজির হতে পারছেন না বলে আইনজীবী মারফৎ জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে তাঁর স্ত্রী রুজিরা এবং শ্যালিকাকে ডাকা হয়েছে ইডির তরফে।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

জানা গিয়েছে, অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বুধবার ডাকা হয়েছে এবং তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে বৃহস্পতিবার তলব করা হয়েছে। গত সপ্তাহেই অভিষেক দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। কিন্তু তাঁর স্ত্রীকে ডাকা হলেও তিনি যাননি। এই তলব ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুজনে। সুপ্রিম কোর্টে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। কিন্তু তাতে কিছু লাভ হয়নি। তাই ইডির সমন বহাল ছিল। তবুও আজ হাজিরা দিতে যাননি অভিষেক। এখন রুজিরাকে তলব করা প্রসঙ্গেও তৃণমূল বিজেপি সরকারকে একহাত নিচ্ছে। বলা হচ্ছে, যেখানে বিজেপি লড়তে পারছে না, সেখানে এইভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে।

এর আগে অভিষেক বারবার বলে এসেছেন, ১০ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে ইডি, সিবিআই লাগবে না, তিনি নিজে ফাঁসি মঞ্চে উঠে মৃত্যুবরণ করবেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব যত হবে তত বেশি তাঁর জেদ বাড়বে। তাঁর বক্তব্য ছিল, সবাই এক নয়। তাঁর আর অন্যের মানসিকতায় তফাৎ আছে। এইভাবে ইডি, সিবিআই দেখিয়ে তাঁকে দমানো বা ভয় দেখানো যাবে না। তাঁর কথায় তিনি অন্য মেটেরিয়াল। অভিষেক আরও বলেন, যারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এইসব সংস্থাকে কাজে লাগাচ্ছে তারা কোনও দিন সুবিধা পাবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =