শনিবার থেকে সমস্ত বেসরকারি স্কুলে গ্রীষ্মের ছুটির নির্দেশ, বিজ্ঞপ্তি জারি রাজ্য শিক্ষা দফতরের

শনিবার থেকে সমস্ত বেসরকারি স্কুলে গ্রীষ্মের ছুটির নির্দেশ, বিজ্ঞপ্তি জারি রাজ্য শিক্ষা দফতরের

কলকাতা:  শনিবার থেকে সমস্ত বেসরকারি স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।  ২ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়লেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল খোলা রয়েছে। সেই স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, অনলাইনে ক্লাস চলতে পারে। কিন্তু অফলাইনের ক্লাস বন্ধ করতে হবে স্কুলগুলোতে।  

রাজ্য সরকার  শনিবার থেকে সব বেসরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।  শুক্রবার থেকেই কলকাতা এবং শহরতলীর অনেক স্কুলে অফলাইনে পঠন-পাঠন বন্ধ করার কথা  ঘোষণা করা হলেও  অনেক স্কুল এখনও ক্লাস চালিয়ে যাচ্ছে। শিক্ষা দপ্তরের তরফে শনিবার থেকে তাদেরও ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে। অফলাইনে ক্লাস বন্ধ থাকলেও স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে অনলাইনে পঠন-পাঠন চালিয়ে যেতে পারে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গত ২ তারিখ থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করলেও অনেক বেসরকারি স্কুল ক্লাস চালিয়ে যাওয়ায় শিক্ষা দপ্তরের আধিকারিকরা গতকাল বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিকাশ ভবনে  বৈঠক হয়। তারপরেই শিক্ষা দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দক্ষিণবঙ্গের প্রবল দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়, চলতি বছর স্কুলে গরমের ছুটি ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত থাকবে। অর্থাৎ দেড় মাস গরমের ছুটি পাবে পড়ুয়ারা। তবে শিক্ষা দফতরের ঘোষণার পরেই রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে থাকে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা মেলে। যদিও সেই সময় অনেকেই গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত থেকে রাজ্য সরকারকে সরে আসার আবেদন করেছিলেন। তবে গ্রীষ্মের ছুটির সিদ্ধান্ত বদলায়নি শিক্ষা দফতর। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =