৯ মাসেই ‘মোহভঙ্গ’, মমতার সঙ্গ ছাড়লেন প্রাক্তন সাংসদ

৯ মাসেই ‘মোহভঙ্গ’, মমতার সঙ্গ ছাড়লেন প্রাক্তন সাংসদ

কলকাতা: জাতীয় স্তরে কি একটু চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের? রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়ে আলাদা কিছু বলার নেই। এদিকে এই আবহেই তাঁর সঙ্গ ছাড়লেন এক প্রবীণ নেতা। তৃণমূল কংগ্রেসের যোগদানের ৯ মাসেই মধ্যেই হল ‘মোহভঙ্গ’। দল ত্যাগ করলেন বিহারের প্রাক্তন সাংসদ তথা অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার পবন বর্মা। টুইট করে শুক্রবার এই কথাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- শ্রাবণের মহাযজ্ঞ আর হল না, অনুব্রত গ্রেফতার হতেই খোলা হল ছাদের প্যান্ডেল

গত নভেম্বর মাসে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন পবন। কিন্তু আগস্ট মাসে এসেই সিদ্ধান্ত বদল করলেন তিনি। টুইট করে দল ছাড়ার কথা জানালেন। টুইটে লিখলেন, ”প্রিয় মমতাজি, তৃণমূল কংগ্রেস থেকে আমার ইস্তফা গ্রহণ করুন। আমাকে দলে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং‌ সৌজন্য-সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও যোগাযোগের অপেক্ষায় থাকলাম। আপনার জন্য শুভেচ্ছা কামনা করি।” উল্লেখ করা যেতে পারে যে, এই পবন বর্মা, একাধারে যিনি প্রাক্তন জেডি(ইউ) সাংসদ, প্রশান্ত কিশোর ঘনিষ্ঠ ছিলেন। তাঁর মাধ্যমেই তৃণমূল কংগ্রেসে এসেছিলেন তিনি। কিন্তু এখন হঠাৎ কেন তিনি দল ত্যাগ করলেন, তা অনুমান করা যাচ্ছে না।

তাৎপর্যপূর্ণ বিষয়, কিছুদিন আগেই বিজেপির সঙ্গ ছেড়েছেন জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমার। বিরোধী পক্ষের সঙ্গে জোট করে আবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই পবন বর্মা তৃণমূল ছাড়লেন। তবে কি তিনি ফের পুরনো দলে ফিরে যাবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + sixteen =