ক্যানিং: সাতসকালে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলে পারিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। মৃতের নাম মুসা লস্কর(৫৮)। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। সাত সকালে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিগত প্রায় ৫০ বছর ধরে একবিঘা জমি নিয়ে মুসা লস্করের পরিবারের সাথে সূরজ লস্করদের বিবাদ চলছিল।মাঝে মধ্যে দুই পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হতো। পরে স্থানীয় পঞ্চায়েত সদসের মধ্যস্থতায় সাময়িক ভাবে মিটমাট হয়ে চুপচাপ থাকতো উভয় পরিবার।
অভিযোগ বুধবার সকালে মুসা লস্করের একটি পেঁপে গাছে সূরজ,আর্জেদ,মিয়াজাদ,জাহাঙ্গীর লস্করা জোর পূর্বক পেঁপে পাড়ার চেষ্টা করে। সেই সময় মুসা লস্কর বাধাদিতে গেলে তাকে বেধড়ক মারধর করে। স্বামীকে মারধরের হাত থেকে এগিয়ে যায় সাকিলা নস্কর। অভিযোগ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার স্বামীর মাথায় শাবল দিয়ে আঘাত করে অভিযুক্তরা। শাবলের আঘাতে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। পাড়া প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সাত সকালে এমন খুনের ঘটনা এলাকায় চাউর হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে মৃতের স্ত্রী সাকিলা লস্কর ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। মৃত মুসা লস্করের স্ত্রীর সাকিলা লস্করের দাবী অভিযুক্তদের যেন কঠোর শাস্তি হয়।