অবশেষে খোঁজ মিলল পড়ুয়া-সহ নিখোঁজ বাসের! রুট ভুলে অন্য পথে? প্রশ্নের মুখে চালক

অবশেষে খোঁজ মিলল পড়ুয়া-সহ নিখোঁজ বাসের! রুট ভুলে অন্য পথে? প্রশ্নের মুখে চালক

 

কলকাতা: স্কুল খোলার প্রথম দিনেই বিপত্তি৷ ১:১৫ তে স্কুল ছুটি হলেও দুপুর গড়িয়ে গেলেও বহু ছাত্র পৌঁছায়নি বাড়িতে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিভাবকরা ছুটে এলেন স্কুলে। রীতিমতো হুলুস্থুল কাণ্ড৷ খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের মহিষবাথানের  একটি বেসরকারি স্কুলে (সল্টলেক শিক্ষা নিকেতন)৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজই এই বেসরকারি স্কুলে বাচ্চাদের স্কুল খোলে। নির্দিষ্ট সময়ের পরও বাচ্চাদের বাস না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিজনেরা৷ যার জেরে রীতিমতো স্কুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকেরা৷ পরে অবশ্য খোঁজ মেলে নিখোঁজ দুটি বাসের৷ চালকদের দাবি, তারা পথ ভুলে অন্য রুটে চলে গিয়েছিলেন৷

যদিও পুরো ঘটনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবকেরা৷ পুলিশ জানিয়েছে, ওই দুই বাসের চালক ও কনডাক্টর কে জেরা করে ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা হচ্ছে৷ প্রশ্ন উঠছে, একজন চালকের পথ কিভাবে ভুল হয়? তাছাড়া একসঙ্গে দুটি বাসই কিভাবে ভুল পথে গেল, সেনিয়েও প্রশ্ন উঠেছ৷ ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ এদিকে নির্দিষ্ট সময়ের পরও বাচ্চারা বাড়ি না ফেরায় অভিভাবকেরা স্কুলে হাজির হন৷ তাঁদের মুখ থেকে বিষয়টি শুনে হতভম্ব কর্তৃপক্ষও৷ এরপরই শুরু হয় প্রবল বিক্ষোভ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =