কলকাতা: আবার পুরোদমে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন মিঠুন চক্রবর্তী। সোমবার কলকাতায় এসে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, দিল্লির আদেশে তিনি কলকাতায় এসেছেন, যা নির্দেশ দেওয়া হবে সেই মতোই কাজ করবেন তিনি। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন যে, বিজেপির বিধানসভার ফলে তিনি খুশি এবং আশা করেন আরও উৎসাহ পেলে আরও ভালো কাজ হবে। কিন্তু তাঁর এই সক্রিয় রাজনীতিতে আসা কতটা প্রভাবে ফেলবে বাংলায়? এই ইস্যুতে মুখ খুলে বিজেপিকে একহাতই নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন- রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ
ফিরহাদের বক্তব্য, বাংলার মাটিতে বিজেপি একেবারে তলানিতে আছে। কেউ কেউ ভাবছে অমিত শাহ তফাৎ গড়ে দেবেন, কেউ ভাবছে নরেন্দ্র মোদী। আবার কারোর ধারণা মিঠুন চক্রবর্তী এসে উদ্ধার করবেন বঙ্গ বিজেপিকে। কিন্তু এসব কিছুই হবে না। মিঠুন এলেও বাংলায় কোনও তফাৎ হবে না বলে স্পষ্ট দাবি ফিরহাদ হাকিমের। তাঁর যুক্তি, মানুষের সমর্থন বিজেপির সঙ্গে নেই। তাই বিজেপি এখানে কিছুই করতে পারবে না। আসলে মিঠুন চক্রবর্তীকে পরমাণু বোমার সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথা ছিল, যুদ্ধে সব সময় তো পরমাণু বোমা ব্যবহার করা হয় না, নির্দিষ্ট সময়ে করতে হয়। সুকান্তর সেই মন্তব্যেরই পাল্টা দিলেন ফিরহাদ।
সোমবার কলকাতায় এসে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি রাজ্যে ৩ থেকে ৭৭ হয়েছে। তিনি ভীষণ খুশি এই ফলাফলে। তবে লক্ষ্যমাত্রা একটা রাখতে হয়, সেই হিসেবে এগোতে হয়। পুরো ব্যাপারটাই বিজ্ঞানের মতো। হয়তো কিছু উৎসাহ বা কাজ কম ছিল তাই লক্ষ্য পুরণ হয়নি। কিন্তু বিজেপি যে জায়গা করেছে তা অনেক। ৫৫ লক্ষ থেকে ২ কোটির ওপর ভোট পেয়েছে। তিনি বিরাট সন্তুষ্ট এতে।
