কলকাতা: বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। আজ সেই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবড় শিল্পপতিরা। তাদের মধ্যে ছিলেন দেশের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি। বিশ্ব বাংলা বাণিজ্য মঞ্চ থেকে রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক প্রশংসা করতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন- আরও একটা নতুন নাটক! বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে খোঁচা দিলীপের
এদিন আদানি বলেন, এই রাজ্যের নারী ক্ষমতায়ণে যে অগ্রণী ভূমিকা তা মমতা বন্দ্যোপাধ্যায় আরও দারুণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর জনপ্রিয়তার কোনও তুলনা নেই, তাঁর ক্যারিশ্মা অসাধারণ। একই সঙ্গে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ একটি ব-দ্বীপের মতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প, সংস্কৃতি, প্রশাসনিক দক্ষতার ব-দ্বীপ তৈরি করেছেন। ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তিনি এও জানান, বাংলা সর্বদাই তাঁকে মুগ্ধ করেছে৷ বাংলা দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাৎপর্যপূর্ণ ভাবে বাংলার সরকারের অনেক প্রকল্পের কথাও আদানি উল্লেখ করেন। যার মধ্যে ছিল ‘কন্যাশ্রী’র বিশ্ব সেরা হওয়ার বিষয়টি। এর পরেই রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করার কথা ঘোষণা করেন গৌতম আদানি৷ তিনি আশ্বস্ত করে জানান, ২০ থেকে ২৫ হাজার নতুন কর্মসংস্থান হবে বাংলায়।
বিনিয়োগের কথা ঘোষণা করে রাজ্যে আদানি গ্রুপ কী কী ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন আদানি। জানিয়েছেন, একটি ডেটা সেন্টার নির্মাণে আগ্রহী তিনি, পাশাপাশি লজিস্টিক পার্ক তৈরির লক্ষ্য রয়েছে আদানি গ্রুপের। এছাড়াও সরষের তেলের উৎপাদন বাড়াতে উদ্যোগ নেবেন তিনি বলেও উল্লেখ করেন। অনেকের আবার অনুমান, বড় বিনিয়োগ আসতে পারে তাজপুর সমুদ্র বন্দরকে ঘিরে। সেটা নিয়েও ইচ্ছা প্রকাশ করেছে আদানি গোষ্ঠী।