‘গণতন্ত্রের গ্যাস চেম্বার’, বিমানের পাশে দাঁড়িয়ে ফের রাজ্যকে নিশানা ধনকড়ের

‘গণতন্ত্রের গ্যাস চেম্বার’, বিমানের পাশে দাঁড়িয়ে ফের রাজ্যকে নিশানা ধনকড়ের

কলকাতা: বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। এতএব বিধানসভার অধ্যক্ষের পাশে দাঁড়িয়েই আবার বিতর্কিত মন্তব্য করে রাজ্যের সঙ্গে সংঘাত বৃদ্ধি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বললেন, বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বার। তবে এই বক্তব্যের পাল্টা দিতে ছাড়েননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, রাজ্যপালের মন্তব্য একেবারে ভিত্তিহীন।

আরও পড়ুন- স্কুলে পড়ুয়াদের মোবাইল, স্মার্টফোনে ‘না’, কিছু নিয়ম শিক্ষকদের জন্যেও, বিজ্ঞপ্তি পর্ষদের

এদিন আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড় এবং সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করেন। সেই সময়ে তাঁর পাশে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অনেকে। মাল্যদান করার পরেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন তিনি। পাশাপাশি এও অভিযোগ করেন যে, রাজ্য সরকার তাঁর কাছে কোনও রিপোর্টই পেশ করে না। বারবার বলা সত্ত্বেও কোনও রিপোর্ট আসে না তাঁর কাছে। রাজ্যপালের আরও সংযোজন, বাংলা গণতন্ত্রের জন্য গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, আবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্নও তোলা হচ্ছে। এই প্রেক্ষিতে গতকাল কলকাতা হাইকোর্টে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে তারও উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এতকিছু বলার পরেই কার্যত নির্বিকার ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালের বক্তব্যে কোনও রকম পাত্তা দেননি। বরং তাঁর বক্তব্য, রাজ্যপাল অনেক কথা বললেন। যা পুরোপুরি ঠিক না। একই সঙ্গে তাঁর খোঁচা, সবার কাজ করার নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডি মেনেই কাজ করা উচিত। উল্লেখ্য, এর আগে একাধিকবার তৃণমূল সরকার অভিযোগ করেছিল যে রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে কাজ করেন। আজও সেও একই ইঙ্গিত বিমানের কথায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twelve =