নেতাই যেতে শুভেন্দুকে বাধা, ডিজি-পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি আদালতের

নেতাই যেতে শুভেন্দুকে বাধা, ডিজি-পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি আদালতের

কলকাতা: রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মামলায় তাঁদের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত। স্পষ্ট নির্দেশ দিয়ে জানান হয়েছে, আগামী ২৮ জুলাই আদালতে হাজির হয়ে ওই আধিকারিকদের শো-কজের জবাব দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই সিদ্ধান্ত হয়। কিন্তু কোন ঘটনার জন্য এই নির্দেশ?

আরও পড়ুন- ‘উদ্ধবের পদত্যাগে আমরা খুশি নই’, খবর শুনেই মন্তব্য শিন্ডে শিবিরের মুখপাত্রের

বিষয় হল, গত ৮ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাই গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জানান ছিল উদ্দেশ্য। কিন্তু নেতাই ঢোকার ২০ কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয় সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিজির নির্দেশে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়, সাময়িক বচসা হয় শুভেন্দু অধিকারী এবং পুলিশের মধ্যে। কিন্তু নেতাই আর গিয়ে উঠতে পারেননি তিনি। সেই ইস্যু পরে আদালত পর্যন্ত গড়ায়। আজ তার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

আসলে গত বছর এই ইস্যুতে একটি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে হাজির হয়ে আশ্বস্থ করেছিলেন যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের যে কোনও প্রান্তেই যেতে পারেন এবং তার জন্য রাজ্য প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। কিন্তু আদতে নেতাইয়ে সেই রকম কোনও ঘটনা ঘটেনি, উল্টে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয়। তাই ওই অধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল। এদিন তার জেরে আদালত রুল ইস্যু করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − six =