হামরো পার্টি’র চমক, পুরসভায় বড় জয়

হামরো পার্টি’র চমক, পুরসভায় বড় জয়

দার্জিলিং: পুরসভা নির্বাচনে কার্যত এক তরফা জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। পর পর পুরসভা দখল করছে শাসক দল। উত্তরবঙ্গেও সাফল্য পাচ্ছে তারা। তবে সবুজ ঝড়ের মধ্যে বড় চমক দল হামরো পার্টি। পাহাড়ে পুরসভা দখল করল এই নতুন রাজনৈতিক দল। এককভাবে দার্জিলিং পুরসভা দখল করল তারা। জিএনএলএফ থেকে বেরিয়ে এসে এই দল তৈরি হয়েছিল। তারাই দখল করেছে ১৭ টি ওয়ার্ড। পাহাড়ে পাত্তাই পেল না বিজেপি।

আরও পড়ুন- সবুজ ঝড় কান্দিতে, পরপর পুরসভা দখল তৃণমূলের

এদিকে উত্তরবঙ্গে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার, হলদিবাড়ি, দিনহাটা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ এবং মাথাভাঙা পুরসভা দখলে চলে গিয়েছে তাদের। জলপাইগুড়ির ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং মাল পুরসভা দখল করেছে তারা। কোচবিহারে ইতিমধ্যেই জয়চ্ছ্বাসে মেতেছে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। ভোট গণনা শুরু হতে না হতেই আশা প্রকাশ করেছিলেন কোচবিহার পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি দাবি করেন, ১০৮টি পুরসভাতেই বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। জয় নিয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী। আপাতত গণনায় যা দেখা যাচ্ছে তাতে সবুজ ঝড়ের ইঙ্গিতই মিলছ। কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ নিজেও জিতেছেন।

ভোট গণনার পর বিজয় মিছিল নিয়ে আগেভাগেই সতর্ক নির্বাচন কমিশন। কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে ছাড় রয়েছে ঠিকই, কিন্তু কোনও রকম অশান্তি বরদাস্ত করা যাবে না। যে কোনও জায়গায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + two =