হাঁসখালি ধর্ষণ মামলায় কেস ডায়েরি তলব করল হাই কোর্ট

হাঁসখালি ধর্ষণ মামলায় কেস ডায়েরি তলব করল হাই কোর্ট

কলকাতা: হাঁসখালি ধর্ষণ মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করল কলকাতা হাই কোর্ট৷ মঙ্গলবার দুপুরের মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- রিগিং, বুথ এজেন্টকে মারধরে অভিযুক্ত তৃণমূল! দুই কেন্দ্রেই শেষবেলায় উত্তাপ

এদিকে, হাঁসখালি-কাণ্ডে মানবাধিকার সংগঠন এপিডিআরের পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতকে জানান, গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই নির্যাতিতা অন্তঃসত্ত্বা ছিলেন৷ মূল অভিযুক্তর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল৷ অভিযুক্তর বাবা অত্যন্ত প্রভাবশালী৷ তাই পুলিশি তদন্তে ভরসা রাখা সম্ভব নয়৷ নির্যাতিতাকে চিকিৎসা করানোর সুযোগও দেওয়া হয়নি৷ বিনা চিকিৎসায় মারা গিয়েছেন৷ ময়নাতদন্তের জন্যও অপেক্ষা করা হয়নি৷ দেহ সৎকার করে দেওয়া হয়৷ তিনি আরও বলেন, ঘটনার ১৫ দিন কেটে যাওয়ার পরেও বিষয়টি গোপান রাখা হয়েছিল৷ অবিলম্বে আদালত কেস ডায়েরি চেয়ে পাঠাক৷ 

এর পরেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ হাঁসখালি মামলার কেস ডায়ের চেয়ে পাঠান৷ নদিয়ার এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ অভিযোগ, প্রেমিকের জন্মদিনের পার্টতে গিয়ে ধর্ষিত হন ওই নাবালিকা৷ অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় তাঁর৷ মৃত্যুর পর রাতারাতি তাঁর দেহ সৎকার করা হয়৷ এমনকী এর অনমেক পর শ্মশানে পৌঁছয় তাঁর পরিবার৷ প্রমাণ লোপাটের জন্য ধুয়ে ফেলা হয় শ্মশান৷ অভিযুক্তের বাবা স্থানীয় তৃণমূল নেতা হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =