‘সবসময় নতুন কিছু শিখি’, মাতৃভাষা দিবস উদযাপনে বললেন মমতা

‘সবসময় নতুন কিছু শিখি’, মাতৃভাষা দিবস উদযাপনে বললেন মমতা

কলকাতা: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছিল। সেই মর্মান্তিক স্মৃতি আরও টাটকা সকলের মধ্যে। সেই মাতৃভাষা দিবসের উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক এবং শিল্পী সমাজের ব্যক্তিত্বরা।

আরও পড়ুন- মদনের নিশানায় আরাবুল, শাহজাহান! পুরনির্বাচনে ভোট লুটের আশঙ্কায় বিধায়ক

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও তিনি ভাষা আন্দোলনের অনুষ্ঠান দেখেছেন। তিনি সব সময় লক্ষ্য করেছেন, যত দিন যায় তিনি নতুন করে কিছু শেখেন। নতুন কিছু ভাষা, নতুন লেখা, নতুন গান… সব সময়ই কিছু না কিছু সকলে পায়। তিনি বলেন, তিনি শুধু মনে করেন না যে ভাষা ব্যক্ত করলেই তার ব্যপ্তি হয়। এই প্রসঙ্গে তিনি উদাহরণ টানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়াও তিনি স্মৃতিচারণ করে বলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তর কথা। তাঁর কথায়, অনেক মানুষ হয়তো পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তারা তাদের ছেড়ে কখনও যান না। তারা রয়ে যান সকলের মাঝে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ভাষা শহিদ বরকতের স্মৃতিসৌধ তৈরি হবে, বসবে মূর্তিও। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সালারে।

এর আগে আজ সকালে টুইট করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মাতৃভাষার জন্য যাঁরা বীরের মতো লড়াই করেছেন, সেই সমস্ত শহিদদের স্যালুট জানান তিনি। ভারতে আজ ভাষার এই বহুত্ববাদকে উদযাপনের প্রয়োজন। উল্লেখ্য, দুই বাংলাই শুধু নয়, ভাষা আন্দোলনের দিনটিকে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। ফলে সর্বত্রই এই দিনটি উদযাপিত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 13 =