কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার তাপপ্রবাহ চলেছে। গরমে নাজেহাল অবস্থা ছিল বাংলার মানুষের। কিন্তু আপাতত বৃষ্টির দেখা মিলেছে। উত্তরবঙ্গে তো হচ্ছিলই, দক্ষিণবঙ্গেও কালবৈশাখী এসেছে। কিন্তু এবার সব কিছুর মাঝে নতুন চিন্তা ঘূর্ণিঝড় নিয়ে। আগামী সপ্তাহে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে তার মোটামুটি দিনক্ষণ নিশ্চিত করে দিল আইএমডি। বলা হচ্ছে, আগামী ৮ মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আর ১০ মে’র মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে।
আরও পড়ুন- Breaking: অর্জুনের পরিবারের কাছে শাহ, উঠছে সিবিআই তদন্তের দাবি
আইএমডি জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৭ মে রাতের পর থেকে তা ক্রমশ এগোতে শুরু করবে এবং ৮ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর ১০ মে’র মধ্যে তা ধীরে ধীরে এগোতে থাকবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। পরবর্তী সময়ে তা সেখানেই আছড়ে পড়তে পারে। এছাড়াও তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ থেকে ১৩ মে উপকূলীয় বাংলার বিভিন্ন জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। ১০ মে থেকে মৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী বিজ্ঞপ্তি আগামী ৭ তারিখ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
এদিকে গতকালের মতো আজও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।