বড় সাফল্য পেল এসটিএফ, রাজ্যে জেএমবি জঙ্গি গ্রেফতার!

বড় সাফল্য পেল এসটিএফ, রাজ্যে জেএমবি জঙ্গি গ্রেফতার!

কলকাতা: রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স বড় সাফল্য পেয়েছে আজ। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে জেএমবি জঙ্গিকে। এক স্কুল শিক্ষকের বাড়িতে আশ্রয় নিয়ে ছিল জঙ্গিরা। সেই শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। হাওড়ার বাঁকড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি। নিজের বাড়িতে ২ জেএমবি জঙ্গিকে আশ্রয় দিয়েছিল ধৃত স্কুল শিক্ষক।

আরও পড়ুন- অনুব্রত মণ্ডল রক্ষাকবচ পাবেন? সিদ্ধান্ত হল না আজ

জানা গিয়েছে, এই স্কুল শিক্ষক আদতে জেএমবি জঙ্গিদের লিঙ্কম্যান। উত্তর পূর্ব ভারতে নাশকতার ছক কষেছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আনিরুদ্দিন আনসারি আসলে পুরুলিয়ার বাসিন্দা। বাঁকড়ার মুন্সিডাঙার একটি বাড়িতে ভাড়া থাকত সে। সেই বাড়িতেই ২ জন জেএমবি জঙ্গিকে নিজের সঙ্গে রেখেছিল আনিরুদ্দিন। স্থানীয় বাসিন্দারা এই খবর পাওয়ার পর আতঙ্কে কাঁপছে। তাদের এতদিনে ধারণাই হয়নি যে তাদের বাড়ির আশেপাশেই জঙ্গিরা রয়েছে। ওই জঙ্গি ধরা পড়ায় কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই কিন্তু আরও কেউ অন্য কোথাও লুকিয়ে আছে কিনা তা জানার চেষ্টা চলছে। কবে থেকে ওই শিক্ষক জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন? জঙ্গি কার্যকলাপে আর কী কী সাহায্য করা হয়েছে, এই সব কিছু জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

তবে কী ভাবে এই জঙ্গিদের পাকড়াও করা সম্ভব হল? জানা গিয়েছে, রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে আমিরুদ্দিনের কথা জানতে পারে। সেই অনুযায়ী হাওড়ার বাঁকড়া এলাকায় হানা দেন আধিকারিকরা। বহু দিন ধরেই স্কুল শিক্ষক সেজে সে সেখানে কার্যত লুকিয়ে ছিল। কাউকে ঘুণাক্ষরেও নিজের পরিচয় জানতে দেয়নি সে। অবশেষে তার সব প্রচেষ্টা বিফলে গেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 7 =