অনুগামীরা হাওয়া! অনুব্রত বাড়ির সামনে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান

অনুগামীরা হাওয়া! অনুব্রত বাড়ির সামনে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান

বোলপুর: দশবার তলবে একবার সাড়া দিয়েছিলেন তিনি। সিবিআই যে আর ধৈর্য রাখবে না তার হালকা একটা আন্দাজ পাওয়া গিয়েছিল। সেই মতোই রাখির দিন সকালেই সোজা বীরভূমে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করে তাঁরা। গরু পাচার মামলায় তথ্য গোপনের অভিযোগেই মূলত তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দারুণ উল্লাসে মেতেছে বিজেপির সমর্থকরা। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির সময় তাঁর বাড়ির সামনে তোলা হয়েছে ‘জয় শ্রীরাম’ স্লোগান। অন্যদিকে, জায়গায় জায়গায় গুড়-বাতাসা, নকুলদানাও তারা বিলি করেছে বলে খবর।

আরও পড়ুন- কোথাও বাজছে ঢাক, কোথাও বিলি নকুলদানা! অনুব্রতের আটকে গেরুয়া উল্লাস

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানান হয়েছে, প্রতিদিনই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে বা আশেপাশে তাঁর কয়েক জন অনুগামী থাকে। কখনও তারা এমনই আড্ডা মারে, কখনও চা খায়। কিন্তু এদিন কাউকেই অঞ্চলে দেখা যায়নি। অর্থাৎ এমন অবস্থা যে হতে পারে তার আন্দাজ তারাও হয়তো পেয়েছিল, তাই সকাল থেকে কেউ আসেনি এলাকায়। এমন ধারণা বাসিন্দাদের। এদিকে বিজেপির কর্মী-সমর্থকরা উল্লাসে মাততে থাকে সিবিআই আসায়। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে জড়ো হয় তারা, স্লোগান তুলতে থাকে ‘জয় শ্রীরাম’ বলে। তৃণমূল নেতার গ্রেফতারিতে তারা অবশ্যই আনন্দে আত্মহারা তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বোলপুরের নিচুপট্টির অনুব্রতের বাড়িতে যান প্রায় ৩০ জন সিবিআই আধিকারিক। সঙ্গে ছিলেন কমপক্ষে ১০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁরা প্রথমে গোটা বাড়ি ঘিরে ফেলে এবং তারপরে শুরু হয় তল্লাশি। এরপর বেলা ১১:১০ নাগাদ অনুব্রত মণ্ডলকে আটক করে গাড়িতে তোলেন সিবিআই আধিকারিকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =