মমতার উপস্থিতিতে তৃণমূলে জয়প্রকাশ! পতাকা নিলেন ফিরহাদের থেকে

মমতার উপস্থিতিতে তৃণমূলে জয়প্রকাশ! পতাকা নিলেন ফিরহাদের থেকে

কলকাতা: বিজেপি তাঁকে বহিষ্কার করেছিল। তারপর থেকেই একপ্রকার জল্পনা ছিল যে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারেন। কারণ বহিষ্কৃত হওয়ার পর সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার একদিকে যেমন বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেছিলেন, অন্যদিকে মমতা এবং তাঁর নেতৃত্বকে কার্যত প্রশংসায় ভরিয়েছিলেন। আজ নারী দিবসের দিনে সেই জল্পনাই সত্যি হল। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ফিরহাদ হাকিমের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন।

আরও পড়ুন- তাহেরপুর বামেদের দখলে যেতেই রাতিরাতি বদল ওসি! তবে কি শাস্তি?

জয়প্রকাশ তৃণমূলে যোগ দিয়েই পদ পেয়ে গিয়েছেন আজ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে তিনি হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। এই দল বদল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ময়দানের মেসি তাতে কোনও সন্দেহ নেই। তিনি যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তখন তাদের ভোট ছিল ৪-৫ শতাংশ। তাই কেউ তাঁকে সুযোগ সন্ধানী বলতে পারবে না। আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাংলার অশ্মিতাকে রক্ষা করার জন্য, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নারী দিবসে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সেই প্রসঙ্গে জয়প্রকাশের বক্তব্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনন্যা একজন নারী। তাই আজকের দিনে এই যোগ দান গুরুত্বপূর্ণ।

যদিও এই দলবদল নিয়ে সেই রকম কিছু ভাবছেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল কিন্তু তিনি এখন নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এই পদক্ষেপ নিয়েছেন তাই এতে কিছু করার নেই। তিনি বহিষ্কৃত ছিলেন, অর্থাৎ দলে ছিলেন না। তাই তিনি নিজের মতো এই সিদ্ধান্ত নিতেই পারেন। তবে এতে দলের কোনও সমস্যা হবে না। অন্যদিকে, সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত হঠকারি সিদ্ধান্ত। তিনি তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত একেবারেই জানাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 14 =