কলকাতা: আজ নারী দিবসের দিনে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ফিরহাদ হাকিমের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়েছেন। বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত ছিলেন। তখন থেকেই জল্পনা ছিল তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। আজ সেই জল্পনা সত্যি হয়েছে। আর তৃণমূলে যোগ দিয়েই মমতার প্রশংসায় পঞ্চমুখ জয়প্রকাশ।
আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের
এদিন নজরুল মঞ্চে এই যোগদান পর্ব মেটার পর সাংবাদিকদের মুখোমুখি হন জয়প্রকাশ মজুমদার। সেখানে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ময়দানের মেসি তাতে কোনও সন্দেহ নেই। আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাংলার অশ্মিতাকে রক্ষা করার জন্য, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নারী দিবসে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সেই প্রসঙ্গে জয়প্রকাশের বক্তব্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনন্যা একজন নারী। তাই আজকের দিনে এই যোগ দান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, তিনি যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তখন তাদের ভোট ছিল ৪-৫ শতাংশ। তাই কেউ তাঁকে সুযোগ সন্ধানী বলতে পারবে না। এদিকে জয়প্রকাশ তৃণমূলে যোগ দিয়েই পদ পেয়ে গিয়েছেন আজ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে তিনি হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি।
সম্প্রতি বিজেপি যে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে জয়প্রকাশ বৈঠক করেছিলেন তাদের মধ্যে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুরা। সেই লকেট অবশ্য এই দল বদলের খুশি নন একেবারেই। তিনি বলেছেন, জয়প্রকাশকে অনেকবার বারণ করা হয়েছিল এই সিদ্ধান্ত না নিতে কিন্তু তিনি নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত হঠকারি সিদ্ধান্ত। তিনি তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত একেবারেই জানাচ্ছেন না। অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল কিন্তু তিনি এখন নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এই পদক্ষেপ নিয়েছেন তাই এতে কিছু করার নেই। তিনি বহিষ্কৃত ছিলেন, অর্থাৎ দলে ছিলেন না। তাই তিনি নিজের মতো এই সিদ্ধান্ত নিতেই পারেন। তবে এতে দলের কোনও সমস্যা হবে না।