সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে

আসানসোল: ভোটের দিন তাঁকে এবং তাঁর স্বামীকে ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল। তৃণমূলের একাধিক অভিযোগ ছিল জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। আবার পাল্টা শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি এবং তাঁর স্ত্রী চৈতালি। এমনকি তৃণমূল দুষ্কৃতীরা গায়ে হাত দিয়েছে এমন অভিযোগও করা হয়। তবে সেই ঘটনা আপাতত পাশে ফেলে জয়ের আনন্দে মেতেছেন জিতেন্দ্র জায়া। কারণ তিনি ব্যতিক্রমী আসানসোলে। সবুজ ঝড়ের মাঝেও তিনি আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ড থেকে জয় পেয়েছেন।

আরও পড়ুন- চার পুরনিগমে সবুজ ঝড়, এখনও খাতা খুলতেই পারল না বিজেপি

সকাল থেকে যে চিত্র ধরা পড়েছে তাতে অন্যান্য কেন্দ্রের মতই আসানসোলে এগিয়ে গিয়েছে তৃণমূল প্রার্থীরা। কিন্তু তাদের মধ্যেই বিজেপির ঝাণ্ডা তুলে জয় পেয়ে গিয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। ২৭ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণডাঙায় ১ হাজার ৫৬১ ভোটে নির্দল প্রার্থী রীতা বিশ্বাসকে হারিয়ে দিয়েছেন জিতেন-জায়া। আর এই জয় পাওয়ার পরেই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। বলছেন, জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি জয় পেয়েছেন। এর জন্য তিনি তাঁর স্বামীকে ধন্যবাদ দিচ্ছেন, কারণ তিনি সর্বদা তাঁর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। এই জয়ের কৃতিত্ব যে তাঁর স্বামীর তাও স্পষ্ট করেছেন চৈতালি। একই সঙ্গে বলেন, তিনি ভালো জীবন সঙ্গী পেয়েছেন।

স্ত্রীর এই জয় নিয়ে স্বাভাবিকভাবে খুশি জিতেন্দ্রও। তবে তাঁর বক্তব্য, আসানসোলের প্রায় সব ওয়ার্ডে ভালো ফল করার কথা বিজেপির। কিন্তু সন্ত্রাস করা হয়েছে তৃণমূলের তরফে। না হলে ফল আলাদা হত। আর স্ত্রীর থেকে প্রশংসা পেয়ে তিনি বলছেন যে, পৃথিবীর সব পুরুষ এমন কথাই শুনতে চায় স্ত্রীর থেকে। পাশাপাশি তিনি তাঁর স্ত্রীকে পরামর্শ দিয়েছেন যাতে সব বিজেপি কর্মীর পাশে থাকা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =