নিয়োগ দুর্নীতি! মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি! মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলায় ফের তাৎপর্যপূর্ণ রায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ এসএসসি নবম-দশম ও প্রাথমিকের পর এবার মাদ্রাসায় বেআইনি নিয়োগের অভিযোগ৷ মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ৭০ হাজার টাকা সাত মামলাকারীকে দিতে হবে বলে আদালতের নির্দেশ।

অভিযোগ, ২০১০ সালের মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও তা দেওয়া হয়নি। ২০১৩-২০১৪ সালে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হন তাঁরা। ৬ ফেব্রুয়ারি ২০১৪ সালে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণ প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। কিন্তু সেই নিয়ম মানা হয়নি। এদিন আদালতের নির্দেশ, মাদ্রাসা সার্ভিস কমিশনকে অগ্রাধিকার দিয়ে ১৫ দিনের মধ্যে নাম সুপারিশ করতে হবে। ভবিষ্যতে শূন্য পদে অগ্রাধিকার দিতে হবে। আরও বলা হয়, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ না দিয়ে বেআইনি কাজ করেছে। তার জন্য ৭০ হাজার টাকা সাত মামলাকারীকে দিতে হবে।