কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক রায় দিয়েছেন তিনি। মূলত এসএসসি দুর্নীতি মামলায় একাধিক বড় রায় দেওয়ার জন্য তিনি ‘জনপ্রিয়’ হয়ে গিয়েছেন। তাঁর বিভিন্ন সিদ্ধান্তকে হাতিয়ার করেই রাজ্যের বিরোধী দলগুলি বাংলার শাসক দলের বিরুদ্ধে আরও জোরাল অভিযোগ আনতে পারছে। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাটমানি নিয়ে তিক্ত অভিজ্ঞতা হল। বাংলায় কাটমানি নিয়ে বিরোধী পক্ষের অভিযোগ আজকের নয়। কিন্তু বিচারপতির এই অভিজ্ঞতা এই রাজ্যে হয়নি! হয়েছে জম্মু-কাশ্মীরে।
আরও পড়ুন- বিচারপতির অনুরোধ রেখেছেন মুখ্যমন্ত্রী, সোমার চাকরির জন্য মমতাকে ধন্যবাদ অভিজতের
জম্মু ও কাশ্মীর পুলিশের বিরুদ্ধে প্রোটোকল ভাঙা সহ দুর্নীতি এবং অসহযোগিতার গুরুতর অভিযোগ এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি কাশ্মীর, লাদাখ সহ একাধিক জায়গা ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে ঘুরতে গিয়েই বিশ্রী অভিজ্ঞতা হয়েছে তাঁর। লেহ-লাদাখ ঘুরে কাশ্মীরের সোনমার্গে পৌঁছনোর পর সমস্যার সূত্রপাত ঘটে। এ দিন হাইকোর্টর এজলাসে বিচারপতি জানান, সোনমার্গে পুলিশ রীতিমতো হেনস্থা করেছে তাঁকে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দিয়েও মাত্র আধঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি অনেকক্ষণ এক জায়গায় বিনা কারণে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। একই সঙ্গে হোটেল বুকিংয়ের নামে তাঁর থেকে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। দাবি করেছেন, সরকারি হোটেল থাকা সত্ত্বেও তাঁকে না জানিয়েই রাত পিছু ১৩ হাজার টাকার নিম্নমানের হোটেল বুক করা হয়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও অভিযোগ, কোনও পাইলট কার পাননি তিনি। মাত্র একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার ছিল তাঁর সঙ্গে, পরে পুলিশ ডাকলেও কেউ আসেনি। তিনি এও জানিয়েছেন, কার্গিল থেকে সোনমার্গ ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না। স্থানীয়দের সাহায্য নিতে হয় তাঁকে।
