দেদার খরচ পুরসভার, ৫০ হাজার টাকা বেশি পাবেন মেয়র পারিষদরা

দেদার খরচ পুরসভার, ৫০ হাজার টাকা বেশি পাবেন মেয়র পারিষদরা

কলকাতা: রাজ্য সরকার একদিকে বলছে তাদের অর্থ নেই। অন্যদিকে পুরসভা দেদার খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। মেয়র পারিষদরা ৫০ হাজার টাকার ওপর করে পাবেন বলে জানা গিয়েছে। তাদের সকলকে ‘ট্যাব’ দেওয়া হবে বলে খবর। একদিকে যখন কলকাতা পুরসভার বেহাল আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে, অন্যদিকে পারিষদদের জন্য এই খরচ, প্রশ্ন তুলছে অনেক।

আরও পড়ুন- ‘গুন্ডাবাজি করা বিরোধী দলনেতা’, বিধানসভা ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন ফিরহাদ

পুরসভার তরফে জানান হয়েছে, যাবতীয় খরচ নিয়ন্ত্রণে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু অন্যদিকে সব মেয়র পারিষদরা পেতে চলেছে ট্যাব। প্রত্যেকের জন্য বরাদ্দ প্রায় ৫০ হাজার টাকা। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিয়ে জানিয়েছিলেন, ১০০ দিনের কর্মী নির্ভর কলকাতা পুরসভা তাদের ঠিকঠাক বেতন দিতে পারে না। কলকাতার কাউন্সিলররা সময়ে বেতন পান না, তিন-চার মাস লেগে যায় বেতন পেতে। এই অবস্থায় ৫০ হাজার টাকা খরচ করে ট্যাব দেওয়ার কোনও যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি আরও বলছেন, তাঁর লজ্জা করে এটা ভেবে যে তিনি এই কলকাতা পুরসভার একজন সদস্য, কাউন্সিলর।

রাজ্য সরকার এর আগে অনেক বার দাবি করেছে যে তাদের অর্থের সঙ্কট। কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলেও অভিযোগ তোলা হয় অহরহ। কিন্তু পুরসভার যে সিদ্ধান্ত তাতে অবাক হওয়ার সকলের জন্যই স্বাভাবিক। কিছুদিন আগে রাজ্যের মেলার খরচ নিয়ে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছিল। জানা গিয়েছিল,  শুধু চা-জলখাবারে ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। পাশাপাশি সংবাদপত্রে বিজ্ঞাপন খরচ হয়েছে ৭৫ লক্ষ টাকা, টিভিতে বিজ্ঞাপনের জন্য ৮ লক্ষ টাকা। এখন পুরসভার এই ৫০ হাজার টাকা করে দেওয়ার বিষয়টি নিয়েও জলঘোলা যে হবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =