কলকাতা: এক সংবাদমাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই মন্তব্যের পর থেকেই দেশ জুড়ে উত্তপ্ত পরিবেশ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, অবরোধ। এমনকি দেশের বাইরেও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এখন অবশ্য ওই নেত্রীকে দল থেকে সাসপেন্ড করেছে বিজেপি। কিন্তু উত্তাপ কিছুতেই কমছে না। এরই মাঝে নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। চলতি মাসেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন- নজরে রাষ্ট্রপতি ভোট, BJP বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়ে দিল্লি যাচ্ছেন মমতা
তিনি যে মন্তব্য করেছেন তাতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে তা নিয়ে বিরাট চাপে কেন্দ্রীয় সরকারও। বিরোধীরা লাগাতার আক্রমণ করে চলেছে তাদের। নূপুর নিজের মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেও কিছুই লাভ হয়নি। আগেই অবশ্য তাঁকে তলব করেছে মুম্বই পুলিশও। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এবার একই কাজ করল কলকাতা পুলিশও। আগামী ২০ জুনের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠিয়েছে নূপুরকে।
ইতিমধ্যেই এই প্রাক্তন বিজেপি নেত্রীর গ্রেফতারির দাবি উঠেছে বিভিন্ন মহলে। পশ্চিমবঙ্গেই এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় দায়ের হয়েছে এই অভিযোগ। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।