সামাজিক অনুষ্ঠানে একান্তে রূপা-কুণাল! রাজনৈতিক জল্পনা শুরু

সামাজিক অনুষ্ঠানে একান্তে রূপা-কুণাল! রাজনৈতিক জল্পনা শুরু

কলকাতা: একজন উত্তর মেরু হলে অপরজন দক্ষিণ মেরু। কিন্তু কলকাতায় এক সামাজিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে, একফ্রেমে দেখা গেল। একজন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অন্যজন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁদের দুজনের এই সাক্ষাৎ ঘিরে এখন ফের নতুন নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক জল্পনাও। যদিও সব জল্পনায় জল ঢেলে কুণাল নিজে জানিয়েছেন, রূপার সঙ্গে সাক্ষাতে কোনও রাজনীতি নেই।

আরও পড়ুন- চন্দননগর পুলিশ কমিশনারের আচরণে ক্ষুব্ধ আদালত, ডিজি’কে কড়া নির্দেশ

এই সাক্ষাতের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা জানান, রূপা গঙ্গোপাধ্যায় তাঁর কাছে দিদির মতো। এক সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার সঙ্গে রাজনীতি নেই। দলগত ভাবে তাঁর সঙ্গে মতবিরোধ আছে ঠিকই কিন্তু তার বাইরে তিনি এখন জনপ্রিয় অভিনেত্রী, বহুদিনের পরিচিত। দ্রৌপদী বলতেই সর্বভারতীয় এক মুখ রূপা গঙ্গোপাধ্যায়। তাই এই সাক্ষাতের পিছনে কেউ যেন রাজনীতি না খোঁজেন এই অনুরোধ করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে রূপাও জানিয়েছেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছু ছিল না। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে।

আসলে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার কোনও শেষ হয় না। কিছুদিন আগেও তিনি এমন পোস্ট করেছিলেন যে মনে হয়েছিল তিনি দল ছাড়বেন। ”রাজনীতি তে না আসলে জানাই হোতো না, যে কত অযথা সময় নষ্ট করে মানুষ। (বানান অপরিবর্তিত)।” তাঁর এই পোস্ট নিয়েই শোরগোল ছিল। আগেও একাধিক ইস্যুতে নানা মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। তাই আজকের এই সাক্ষাৎ নিয়ে যে প্রশ্ন উঠবেই তা সকলেই জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + thirteen =