রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের বিস্ফোরক রাজ্যপাল, পাল্টা ‘বোমা ফাটালেন’ কুণাল

রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের বিস্ফোরক রাজ্যপাল, পাল্টা ‘বোমা ফাটালেন’ কুণাল

কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এখনও তাঁর অভিযোগের পর্ব শেষ হয়নি। সম্প্রতি আবার বাংলার অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, রাজ্যে নাকি তাঁকে মাথা নিচু করে বাস করতে হচ্ছে। এই মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কূণাল ঘোষ। তাঁকে ‘বিজেপির দালাল’ বলে কটাক্ষ করে তাঁর দাবি, দুর্নীতিতে ইন্ধন দিচ্ছেন রাজ্যপাল।

আরও পড়ুন: যশবন্তে অস্বস্তি বঙ্গ সিপিএমের! দ্রৌপদী মুর্মুকে সমর্থন জেএমএমের! শুরুতেই টালমাটাল বিরোধী জোট?

রাজ্যপাল দাবি করেছেন, রাজ্য এখন সাংবিধানিক দিক থেকে ত্রিশঙ্কু অবস্থায় পরিণত হয়েছে। রাজ্যের অবস্থা খুব সঙ্কটজনক। তাঁকেও মাথা নিচু করে থাকতে হয়। তিনি আরও বলেন, রাজ্যের অনেকেই প্রতিভাবান। কিন্তু সুযোগ না পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। ধনকড়ের এই মন্তব্যের তীব্র নিন্দায় সরব হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, তিনি রাজ্যপাল পদকে সম্মান করেন কিন্তু রাজ্যকে যে অপমান করবেন তাঁকে তিনি মেনে নেবেন না। এই প্রেক্ষিতেই তিনি জগদীপ ধনখড়কে ‘বিজেপির দালাল’ বলে তোপ দাগেন। পাশাপাশি এও দাবি করেন, দুর্নীতিতে রাজ্যপাল প্রচ্ছন্ন ভাবে মদত দিচ্ছেন।

কুণাল আসলে সুদীপ্ত সেনের শুভেন্দু অধিকারীকে নিয়ে করা বক্তব্যকে হাতিয়ার করেছেন। তাঁর দাবি, সিবিআই বিজেপি বিধায়ককে গ্রেফতার করুক। কূণাল বলেন, সারদা মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে প্রচ্ছন্ন মদত দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেই তাঁর আক্রমণ। তিনি আরও একহাত নিয়ে বলেন, রাজ্যের শুধু একটি জায়গাতেই অবনতি হয়েছে, তা হল রাজ্যপাল পদের। উল্লেখ্য, আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে এসে সুদীপ্ত সেন দাবি করে বলেছেন, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্ল্যান পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু কত টাকা দিয়েছিলেন তা এখন মনে নেই। আবার এও দাবি, টাকা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =