কলকাতা: আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী কর্মসূচিতে প্রাণহানি হয়েছে ৩ জনের, আহত একাধিক। এই ঘটনা নিয়ে এখন রাজ্য তোলপাড়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি ‘ডিসেম্বর ধামাকা’ নিয়েও খোঁচা দিতে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আসানসোলের ঘটনার জন্য সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতিকে দোষারোপ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ভিডিও বার্তা দিয়ে গোটা বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি।
আরও পড়ুন: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ৩, কম্বল বিতরণ করতে গিয়ে দুর্ঘটনা
কুণালের ইতিমধ্যেই কয়েকটি প্রশ্ন তুলেছেন। টুইটারে তিনি লেখেন, ”শুভেন্দুর অনুষ্ঠানে তিনজনের মৃত্যুর জন্য দায়ী কে? পুলিশকে পাত্তা না দিয়ে অনুমতি ছাড়া সে কী ভাবে একটি অনুষ্ঠান করে? কেন শুভেন্দু নির্দিষ্টভাবে বিচারপতি রাজাশেখর মান্থার নাম নেয়? সে নিজেকে আইনের ঊর্ধ্বে কেন ভাবে? এই প্রশ্ন গুলি নিয়ে ভেবে দেখা উচিত।” তৃণমূল মুখপাত্রের আরও বক্তব্য, ”শুভেন্দু নিজে বলে আমি রাজাশেখর মান্থার কাছে যাব। তাঁকে এত সুরক্ষা দিয়ে রেখেছেন সে তো নিজে ভাবছে সে যা ইচ্ছে করবে। সেই বেপরোয়া সাহস থেকে পুলিশকে না জানিয়ে এই সভা, এই অনুষ্ঠান করেছে এবং তার জন্য মৃত্যু হয়েছে।”
Who is responsible for three deaths in Shuvendu’s programme?
How does he dare to ignore police and hold a programme without permission?
Why Shuvendu takes name of Justice Rajashekhar Mantha specifically?
Why does he think himself to be beyond law?
We must consider all questions. pic.twitter.com/89WdwWI163— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 14, 2022
কুণাল এই প্রসঙ্গেই জানতে চেয়েছেন, এর জন্য দায়ী কে, শুভেন্দু না বিজেপি না তাঁকে পরপর সুরক্ষা দিয়ে, তাঁর মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি করে, আইন শৃঙ্খলা হাতে নিয়ে লণ্ডভণ্ড করার জন্য রাজাশেখর মান্থা। তিনি কেন দায়ী হবেন না? অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ”শুভেন্দু অধিকারী আমাদের প্রতিশ্রুতি দিয়ে ডিসেম্বর ধামাকার কথা বলে ১২, ১৪ এবং ২১ তারিখের কথা বলেছিলেন। এবার যা হল… ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ ডিসেম্বর তাঁর সৃষ্টি করা গণ্ডগোলে ৩ জন সাধারণ মানুষের মৃত্যু আসানসোলে। তাহলে কি ২১ ডিসেম্বর আরও কিছু মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে?”