নিজের ওয়ার্ডে জিততে পারেনন না, তিনি আবার দায়িত্বে, শুভেন্দুকে কটাক্ষ কুণালের

নিজের ওয়ার্ডে জিততে পারেনন না, তিনি আবার দায়িত্বে, শুভেন্দুকে কটাক্ষ কুণালের

কলকাতা:  তৃণমূলের ফিরেছে অর্জুন সিং। বঙ্গ বিজেপি স্বীকার না করলেও দলের জন্য বড় ধাক্কা। অন্যদিকে, তৃণমূল অর্জুন সিংয়ের দলে ফেরাকে বড় জয় বলে মনে করছে এই পরিস্থিতি শোনা যাচ্ছে ব্যারাকপুরে বিজেপি দায়িত্ব দিয়েছে শুভেন্দু অধিকারীকে। এই খবরকে সামনে রেখেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 

কুণাল ঘোষ শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, গরুর আবার হেডলাইট। শুভেন্দু অধিকারী, সে আবার ব্যারাকপুরের দায়িত্ব। কাঁথিতে নিজের বুথে, নিজের ওয়ার্ডে, নিজের পুরসভায় যিনি জিততে পারেন না… কাকে দিয়েছেন রাজার পাট। একবার লোডশেডিং বলে জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে জিতেছেন। আদালতে সেই মামলা চলছে। আর মামলার যাতে শুনানি না হয়, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। 

 যদিও এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ব্যারাকপুরের দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়নি। ব্যারাকপুরে তিনি শুধু বৈঠক করবেন। অন্যদিকে, নিউ টাউনে একটি বিলাসবহুল হোটেলে বৈঠকে বসেছিলেন বিজেপির নেতৃত্ব। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সেই বৈঠককে খোঁচা দিয়ে কুণাল ঘোষ বলেন, আপনারা জানেন না, যাঁদের নিয়ে বৈঠক করেছেন, তাঁরা আদৌ তৃণমূলে থাকবেন কি না। যাঁদের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাচ্ছেন, তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে ফিরতে চাইছেন কি না জানেন? যতই বৈঠক করুন না কেন.. কিছুদিন পর দেখবেন নেই… নেই… নেই…।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − one =