মুকুলকে গ্রেফতার করা উচিত! আওয়াজ তুললেন কুণাল

মুকুলকে গ্রেফতার করা উচিত! আওয়াজ তুললেন কুণাল

কলকাতা: এমনিতেই এখন তৃণমূল কংগ্রেস বড় অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে আইপ্যাক ইস্যু, অন্যদিকে, ‘এক ব্যক্তি, এক পদ’ সমর্থনে পোস্ট, আবার সবথেকে বড় ব্যাপার মমতা বনাম অভিষেক আবহ। এরই মাঝে আবার দলের হয়তো অস্বস্তি বাড়িয়ে দিলেন মুখপাত্র কুণাল ঘোষ। মুকুল রায়কে নিয়ে এমন মন্তব্য করলেন তিনি যে চাপে পড়ল দল। কুণাল চান, মুকুল রায় গ্রেফতার হোক। কিন্তু কেন এমন বললেন তিনি?

আরও পড়ুন- সত্যিই তৃণমূলে ফিরছেন? জবাব দিলেন শুভেন্দু নিজে

আজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, মুকুল রায় বিজেপিতেই আছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়েছেন তিনি। আর এর পরেই মুকুলের বিরুদ্ধে আওয়াজ তোলেন কুণাল। তিনি বলেছেন, সারদাকাণ্ড এবং নারদ তদন্তের স্বার্থে সিবিআই ও ইডি’র উচিত মুকুল রায়কে গ্রেফতার করা এখনই। তিনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী বলে দাবি করেছেন কুণাল। এমনকি তিনি তাঁর সঙ্গে মুখোমুখি জেরায় বসতে চান বলেও জানিয়েছেন। কুণালের আরও বক্তব্য, মুকুল রায় বিভিন্ন রাজনৈতিক দলকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। তাঁকে রেয়াত করা কখনই উচিত নয় বলে মত তাঁর।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে মুকুল রায় বিজেপি-র টিকিটে জিতলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। এর পর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুরু হয় মামলা৷ কিন্তু আজ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলার রায় দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, মুকুল রায় বিজেপি-তেই আছেন। যে ধরণের প্রামণ প্রত্যাশা করা হয়েছিল, আবেদনকারী তা পেশ করতে পারেননি৷ তাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে শাসক দল৷ মুকুল রায় বিজেপির টিকিটে বিধায়ক হওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছেন, এই অভিযোগ তুলে দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =