কলকাতা: সারদা কাণ্ড নিয়ে ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এবার সরাসরি তাঁর বিজেপিতে যাওয়া প্রসঙ্গ টেনে এনে শুভেন্দুকে ‘অবৈধ রাজনৈতিক সন্তান’ বলে কটাক্ষ করলেন কুণাল। একই সঙ্গে দাবি করলেন, কোনও রাজনৈতিক প্রশ্ন করলেই শুভেন্দু পালিয়ে যান। উত্তর দিতে পারেন না।
আরও পড়ুন: একজন বিক্ষোভে, অন্যজনের ঘোষণা, ‘অভিযান শেষ’! দিলীপ-সুকান্ত মতান্তর
এদিন একটি টুইট করেন তৃণমূল নেতা। তাতে কুণাল লেখেন, ”শুভেন্দু, আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে জেলের কথা বলো। হ্যাঁ, আমি জেলে ছিলাম। তোমরা সারদার টাকা নিয়েছিলে। চক্রান্তে বন্দি করেছিলে। আইনি লড়াই চলবে। কিন্তু, তুমি তো জেলখাটা খুনের আসামীর অবৈধ রাজনৈতিক সন্তান। যার পায়ে হাত দিয়ে বিজেপিতে গেলে, তার জেলটা কি তাজমহল ছিল?” বলে রাখা ভাল, শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের হাত ধরে ২০২১ সালের বাংলা বিধানসভা ভোটের কয়েক মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখানে কুণাল ঘোষ যে নাম না করে অমিত শাহকেও নিশানা করেছেন তা বলাই বাহুল্য।
শুভেন্দু, আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে জেলের কথা বলো।
হ্যাঁ, আমি জেলে ছিলাম। তোমরা সারদার টাকা নিয়েছিলে। চক্রান্তে বন্দি করেছিলে। আইনি লড়াই চলবে।
কিন্তু, তুমি তো জেলখাটা খুনের আসামীর অবৈধ রাজনৈতিক সন্তান। যার পায়ে হাত দিয়ে বিজেপিতে গেলে, তার জেলটা কি তাজমহল ছিল?— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 16, 2022
সারদা কাণ্ডে কেন শুভেন্দু অধিকারীকে তলব করে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তা নিয়ে অহরহ প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এই নিয়ে মুখ খুলে খোদ শুভেন্দু জানিয়েছিলেন, তাঁকে ডাকা হয়েছিল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তিনি দুর্নীতি করেননি। তাই আর তাঁকে ডাকা হয় না। কিন্তু কুণালের সাফ দাবি, শুভেন্দু জেল এড়াতে বিজেপিতে গিয়েছেন। তাঁর কাঁধে বন্দুক রেখে সারদার টাকা নেওয়া হয়েছে।