বুধ সন্ধ্যায় ‘সন্ধ্যার’ শেষকৃত্য, শোকে বিহ্বল মমতা ফিরে আসছেন শহরে

বুধ সন্ধ্যায় ‘সন্ধ্যার’ শেষকৃত্য, শোকে বিহ্বল মমতা ফিরে আসছেন শহরে

কলকাতা: এখন শিলিগুড়ি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে তিনি গভীর ভাবে শোকাহত। তাই সেখান থেকে তিনি চলে আসছেন কলকাতায়। বুধবার দুপুরে বিশেষ বিমানে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরবেন তিনি। জানা গিয়েছে, আগামীকাল সন্ধ্যায় ‘গীতশ্রী’র শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন- ৯৫% ওমিক্রন আক্রান্ত, মৃত্যু ২১ জনের! আতঙ্কে মহারাষ্ট্র

গত ২৬ জানুয়ারি থেকেই অসুস্থ হয়ে পড়েন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। পর দিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। পরবর্তী ক্ষেত্রে কোভিড আক্রান্ত হন তিনি, যদিও সেরে ওঠেন। সম্প্রতি অস্ত্রপচার হয়েছিল তাঁর। অবশেষে শেষ রক্ষা হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর মরদেহ রাখা হতে পারে কলকাতা পুরসভার ‘পিস ওয়ার্ল্ড’-এ। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে রবীন্দ্র সদনে। তারপর সন্ধ্যায় ক্যাওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, কোভিড থেকে সেরে ওঠার পরেই কী হল, কী ভাবে হল তিনি কিছুই বুঝতে পারছেন না।  প্রসঙ্গত, সন্ধ্যা মুখোপাধ্যায় যে করোনা আক্রান্ত হয়েছিলেন তা সবার আগে জানিয়েছিলেন মমতাই। এমনকি এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে স্থানান্তর করার ব্যবস্থা তিনিই করেন। কিছুদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ আচমকা ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতেই চিকিৎসার তৎপরতা শুরু হয়৷ খবর পেয়েই তাঁকে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে জানা যায় তাঁর কোভিড হয়েছে। সেই মতো চিকিৎসা শুরু হয়। কোভিড মুক্ত হওয়ার পর কিছু সময় ভাল ছিলেন তিনি। কিন্তু পরে আবার শরীর খারাপ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =