কলকাতা: এসএসসি দুর্নীতি নিয়ে ব্যাপক চাপে রয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আগে তো অনেকের নামই এই মামলার সঙ্গে জড়িয়েছে, যা নিয়ে অস্বস্তি বিরাট বেড়েছে মমতা সরকারের। এই আবহে ঝাড়গ্রামের কর্মীসভা থেকে বড়সড় মন্তব্য করে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, আগে চিরকুট দিয়ে চাকরি হত! এই মন্তব্যের পাল্টা আজ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুন- যুব নেতার মৃত্যুতে খুনের একাধিক প্রমাণ রয়েছে, হাইকোর্টে দাবি বিজেপি আইনজীবীর
এদিন সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, মাথা গরম হলে উনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) অনেক কথাই বলেন। কিন্তু শুধু বললেই হল না, প্রমাণ চাই। তিনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছিলেন তখন অনেক কাগজ দেখিয়ে বলেছিলেন যে, চিটফান্ডের সব তথ্য তাঁর কাছে আছে। কিন্তু পরে তিনি সিআইডি এবং রাজীব কুমারকে দিয়ে সব ধামাচাপা দিয়েছেন। সিপিএম আমলে সব হলে তাহলে তা তিনি বার করলেন না কেন। এই মন্তব্য করেই মমতাকে পাল্টা কটাক্ষ করেন সিপিএম নেতা। তাঁর এখন প্রশ্ন, সেই ফাইল গুলি কোথায় গেল? এই প্রসঙ্গেই সেলিমের তোপ, মমতা মিথ্যেবাদী, তিনি মিথ্যে কথা বলেন। আসলে মমতার বক্তব্য ছিল, ”আগে একটা চিরকুট দিয়ে চাকরি করত। একটা ট্রান্সফার করত চিরকুট দিয়ে। এতদিন ভদ্রতা দেখিয়েছি, এখন মুখ খুলব।”
কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, দলের কেউ যেন এমন কিছু না করে যার জন্য দলকে অস্বস্তিতে পড়তে হয়। এমন কিছু হলে তিনি কড়া ব্যবস্থা নেবেন, গ্রেফতার করিয়ে দেবেন, এমন হুঁশিয়ারিও দেন। সেই মন্তব্য পাল্টা দিয়ে সেলিম আজ বলেন, একটা সময় আসবে যেদিন দলের কর্মীরা বলবে, পিসি-ভাইপো এমন কিছু না করুক যাতে দলের বদনাম হয়।