কিনলেন লাল বেনারসি-পাঞ্জাবী, কালীঘাটে হবে দ্বিতীয় বিয়ে! নিজেই জানালেন মদন

কিনলেন লাল বেনারসি-পাঞ্জাবী, কালীঘাটে হবে দ্বিতীয় বিয়ে! নিজেই জানালেন মদন

কলকাতা: ফের বেজেছে বিয়ের সানাই৷ দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন মদন মিত্র৷ নিজের হাতেই সেরেছেন কেনাকাটি৷ ভবানীপুরের শাঁখারিপাড়ার বাড়ি থেকে বরযাত্রী নিয়ে রওনা হবেন কামারহাটির বিধায়ক৷ গন্তব্য কালীঘাট৷ বলে রাখা ভালো, শাঁখারিপাড়ার ওই বাড়িতেই থাকেন তাঁর বর্তমান স্ত্রী৷

আরও পড়ুন- জরুরি বৈঠকের আগেই কালীঘাটে মুখোমুখি মমতা-অভিষেক, একান্ত আলাপচারিতা দু’জনের

তৃণমূল যখন অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত, বেফাঁস মন্তব্যে চরম অস্বস্তিতে, তখন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন মদন৷ নিজেই সেকথা জানিয়েছেন বিধায়ক৷ সাজবেন লাখ টাকার পাঞ্জাবীতে৷  লাল রঙের পাঞ্জাবীর সঙ্গে পরবেন ঘিয়ে রঙের ধুতি৷ নববধূর জন্যেও পছন্দ করে কিনেছেন লাল টুকটুকে বেনারসি৷ শুক্রবার রাতেই কেনাকাটা সেরে ফেলেছেন তিনি৷ কিন্তু কাকে বিয়ে করতে চলেছেন মদনবাবু? তা অবশ্য ‘রহস্য’ই রেখেছেন বিধয়ক৷ 

এদিকে বিয়ে প্রসঙ্গে মদনের বক্তব্য, ‘‘আসলে আমি মানসিক ভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। সবাই বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতো দুটো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি।’ 

তবে দ্বিতীয় বিয়েতে মাথায় টোপর পরতে নারাজ তিনি। ফ্যাশন ডিজাইনারকে তাঁর সাফ নির্দেশ, টোপরের বিকল্প খুঁজে দিতে হবে৷ বরযাত্রীদের সাজগোজেও যাতে কোনও খামতি না থাকে, সে দিকেও কড়া নজর রয়েছে বিধায়কের৷ বিয়ের দিন বিকেলে একেবারে ব্যান্ড পার্টি নিয়ে রীতিমতো শোভাযাত্রা করে ভবানীপুর থেকে কালীঘাটে বিয়ে করতে যাবেন মদন মিত্র৷ 

এক ব্যক্তি এক পদ থেকে শুরু করে পুরভোটের প্রার্থী তালিকা, তৃণমূলের অন্দরে দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়েছে৷ মদন অনুগামীদের একাংশের মতে, এই বিষয়ে বিধায়কের নিজস্ব মতামত রয়েছে। আর নতুন কোনও চমক দিয়েই হয়তো দলকে সেই বার্তা দিতে চলেছেন মদন৷ 

দ্বিতীয় বিয়ে করে মদন মিত্র দলকে কী বার্তা দিতে চাইছেন, সে দিকে নিশ্চিত ভাবেই নজর থাকবে তাঁর অনুগামীদের। এদিকে শুক্রবার মদন জানিয়েছিলেন, দল তাঁকে শাস্তি দিলে তিনি মাথা পেতে নেবেন৷ সেই সঙ্গেই জানান, তিনি কোনও ভুল করেননি৷ এমনকী মদন এও জানিয়েছেন, দল তাঁকে শোকজ করেছে, সেই খবর তিনি সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছেন। তবে তিনি কোনও চিঠি হাতে পাননি। এই আবহে  মদন মিত্র নতুন কী চমক দেন, সেই অপেক্ষাতেই তাঁর অনুগামীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =