দিঘার সৈকতে হুমড়ি খেয়ে পড়লেন মদন মিত্র, ভাইরাল ভিডিও

দিঘার সৈকতে হুমড়ি খেয়ে পড়লেন মদন মিত্র, ভাইরাল ভিডিও

তমলুক: নাতির হাত ধরে দিঘার সি-বিচে হাঁটার সময় আচমকাই পা হড়কে গেল মিত্র সাহেবের৷ ধপাস করে পড়লেনও৷ কয়েক মিনিটের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ বস্তুত, অশনি ঝড়ের দাপটে দিঘার সমুদ্র উত্তাল৷ এহেন আবহে এবার খবরের শিরোনামে তৃণমূলের ‘কালার ফুল বয়’ মদন মিত্র৷ স্বভাবতই, উৎকন্ঠায় ত্র সাহেবের অনুগামীরা৷ তবে ভাইরাল হওয়া ভিডিওটি কবেকার তা এখনও স্পষ্ট নয়৷

সূত্রের খবর, পা হড়কে দিঘার সমুদ্রে পড়লেও মদনবাবুর আঘাত গুরুতর নয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে দিঘার সি বিচ ধরে হেঁটে যাচ্ছেন কামারহাটির ‘ইয়ং ম্যান’৷ এক হাতে ধরা নাতি৷ দাদু-নাতিতে হেঁটে চলেছেন৷ পায়ের তলা দিয়ে মিলিয়ে যাচ্ছে একের পর এক ঢেউ৷ আচমকা হড়কে গেল পা! ধপাস করে সি-বিচে পড়লেন মিত্র সাহেব৷ সঙ্গে নাতিও৷

ভাইরাল ভিডিও হতেই তাতে কমেন্টের বন্যা শুরু হয়েছে৷ রসিকতার পাশাপাশি কটাক্ষও জুড়ে দিয়েছেন কেউ কেউ৷ ঘটনাটি কবেকার, সেটিও স্পষ্ট নয়৷ তবে নিন্দুকদের কেউ কেউ বলছেন, নিজেকে বরাবরই প্রচারের আলোয় রাখতে অভ্যস্ত মদনদার এটি গটআপ গেমও হতে পারে! চর্চ্চা শুরু হয়েছে তা নিয়েও৷ অন্যদিকে অনেকের কাছ থেকে এসেছে প্রশংসার ঢেউও৷ তাঁরা বলছেন, একেই বলে লাইফ৷ ৬৭ বছরেও তিনি উপভোগ করছেন, আসল লাইফ! তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের এম এমের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =