জাল সার্টিফিকেট বানাতে চেয়েছিল বিজেপি বিধায়করা! মদনের দাবিতে তোলপাড়

জাল সার্টিফিকেট বানাতে চেয়েছিল বিজেপি বিধায়করা! মদনের দাবিতে তোলপাড়

কলকাতা: সোমবার বিধানসভায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও সমান চর্চা। বিজেপি শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে, অন্যদিকে তৃণমূল স্বাভাবিকভাবেই নিশানা করছে গেরুয়া শিবিরকে। তৃণমূল-বিজেপি বিধায়কদের মারামারির পর তারা হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। বিজেপির দাবি, তাদের বিধায়কদের সেইভাবে চিকিৎসা না করেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, বিজেপি বিধায়করা জাল সার্টিফিকেট দিতে অনুরোধ করেছিল।

আরও পড়ুন- বিধানসভার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা, দিলেন এফআইআর-এর নির্দেশ

ঠিক কী বলেছেন মদন। তৃণমূল বিধায়ক জানিয়েছেন, আসলে বিধানসভার ঘটনায় বিজেপির বিধায়কদের কিছুই হয়নি। তারা আসলে জাল সার্টিফিকেট নিতে হাসপাতাল গিয়েছিল। সেখানে তারা এই সার্টিফিকেট পেতে অনুরোধ পর্যন্ত করেছিল। চিকিৎসক থেকে শুরু করে নার্সদেরও নাকি অনুরোধ জানান হয় তাঁদের তরফ থেকে। এমনই বিস্ফোরক দাবি মদন মিত্রের। তিনি বলেছেন, বিজেপি বিধায়করা যখন হাসপাতালে গিয়েছিলেন তখন তাঁদের শুধু টিটেনাস ইঞ্জেকশন, ভিটামিন ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। আসলে তাঁদের কিছুই হয়নি সেই রকম। কিন্তু তারা জাল তথ্য পেশ করে বিভ্রান্তি ছড়াতে চাইছিল। বিজেপির বিধায়কদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মদন আরও বলেন, রাজ্যের মানুষ বিধানসভার ঘটনা নিয়ে চিন্তিতই নয়।

জানা গিয়েছে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। তাঁর নাক ফেটে গিয়েছে। অভিযোগ, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁকে ঘুষি মেরেছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর এক্স-রে করা হয়েছে, ইসিজিও করা হবে। অন্যদিকে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপি বিধায়করা৷ তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =