কলকাতা: রাজ্যের দ্বিতীয় দফার পুরভোটে সকাল থেকেই অশান্তির ঘটনা ঘটেছে এবং শাসক-বিরোধী দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে যে শুধু বিজেপি সহ বিরোধীরা আওয়াজ তুলছে তা নয়। পুলিশের ভূমিকা নিয়ে খুশি নয় খোদ শাসক শিবিরও! এমনই ইঙ্গিত মিলল তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায়। তিনি বলেন, বেছে বেছে তৃণমূল কর্মীদের মারছে পুলিশ। তাঁর অভিযোগ, পুলিশ বিজেপির হয়ে কাজ করছে। এই ইস্যুতে তিনি পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন- পুলিশের সামনেই লাইন, ভোটার কার্ড ছাড়াই দু’বার ভোট
মদনের কথায়, পুলিশের উচিত সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে কাজ করা। কিন্তু তারা সেটা না করে বিজেপির হয়ে কাজ করছে এবং দফায় দফায় শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ করছে। গতকাল রাত থেকে একাধিক বার রেট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মদন মিত্র। বিধায়কের দাবি, ভোট শতাংশ এত কম হয়েছে তার সবথেকে বড় কারণ পুলিশ। তাদের পাশাপাশি নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলেছেন তিনি। দাবি, কমিশনও চুপ করে বসে আছে, কিছু কাজ করছে না। তবে মদনের আত্মবিশ্বাস, তৃণমূল কংগ্রেসের যা সমর্থন আছে তাতে তাঁর দল এমনিতেই জিতবে, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু বেছে বেছে তৃণমূলিদের যে মারা হচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
এদিন অবশ্য সকাল থেকেই উত্তপ্ত কামারহাটি। ভোট কেন্দ্রে পুলিশের ভূমিকা নিয়ে বরাবার প্রশ্ন তুলেছে শাসক থেকে বিরোধী সব শিবির। অর্থাৎ এক কথায়, পুলিশের ভূমিকা নিয়ে কেউই সন্তুষ্ট নয়। অন্যদিকে, ভোট লুঠ থেকে শুরু করে ছাপ্পা দেওয়ার মতো ঘটনা ঘটছে। এমনকি বহিরাগতরা এসে ভোট দেওয়াচ্ছে, এলাকার বাসিন্দাদের ভোট দিতে দিচ্ছে না বলেও অভিযোগ। সেখানে নাকি পুলিশ আবার নীরব দর্শক।