জিভগুলোকে টেনে খুলে ফেলার কথা বললেন মমতা! সিপিএম চাকরি নিয়ে তোপ

জিভগুলোকে টেনে খুলে ফেলার কথা বললেন মমতা! সিপিএম চাকরি নিয়ে তোপ

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির ৬ দিনের মাথাতেই সরকার এবং দল তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছিল। সরাসরি এই নিয়ে আর সেইভাবে কথা বলা হয়নি। কিন্তু ধীরে ধীরে বিজেপি এবং সিপিএমকে নিশানা করে মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভা থেকে চাকরি ইস্যুতে সিপিএমকে চরম আক্রমণ করেন তিনি। ঠিক কী বললেন মমতা?

আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে

সভা থেকে আক্রমণাত্মক ভঙ্গিতেই মমতা বলেন, ”সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায়? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো আর চাকরি দিয়েছো। তাই সিস্টেমটা ওরাই ভালো জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে।” এখানে না থেমে তিনি আরও বলেন, এক রাজনৈতিক দলকে ক্রমাগত বদনাম করা হচ্ছে। মিডিয়া ট্রায়াল চলছে। তারা কিছু করতে পারে না, যা বলতে বলা হচ্ছে, তাই বলছে। বিজেপি যা করতে বলবে ওদের তাই করতে হবে অন্য কিছু করার ক্ষমতা নেই।

এদিকে এই সভা থেকেই একে একে ধৃতদের নাম নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য, পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। পাশাপাশি সম্পত্তি ইস্যুতে মামলার প্রসঙ্গে তাঁর বক্তব্য, সব ডকুমেন্ট দেওয়াই আছে। এই মামলা ইন্টারন্যাশনাল আদালতে হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =