হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ মমতার

হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ মমতার

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের জেলার নেতাদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভা ছিল। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে চরম আক্রমণ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার হওয়া নেতা অনুব্রত মণ্ডলের সমর্থনে যেমন তিনি বিজেপিকে একহাত নেন, তেমনই বিজেপি সরকারের বিদেশ নীতি নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাকেই বাদ দেওয়া হল বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন- মামলার আবহেই পুজোর অনুদান সংক্রান্ত নির্দেশিকা জারি রাজ্যের

ভারতে সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ভাষণও দিয়েছেন। প্রথমে জানা গিয়েছিল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি হয়তো দেখা করতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। আর এই জায়গাতেই অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, ভারত সফরে নয়াদিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বাংলাকে তাঁর সঙ্গে সাক্ষাতে বঞ্চিত করা হয়েছে। প্রথমবার এমনটা করা হয়েছে বলেই দাবি তাঁর। মমতা জানিয়েছেন, হাসিনা এই সফরে তাঁর সঙ্গে দেখা করার ইছা প্রকাশ করেছিলেন। কিন্তু নয়াদিল্লি নাকি তা শোনেনি।

এছাড়াও মমতা এদিন অনুব্রত মণ্ডল ইস্যুতে তুলোধোনা করেন বিজেপিকে। বলেন, কেষ্টকে জেলবন্দি রেখে ভেবেছে দুটো লোকসভা আসন দখল করবে। ভাবছে তৃণমূলের কয়েক জন নেতাকে গ্রেফতার করলে কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু তা হবে না। মমতার আরও অভিযোগ, প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে দেওয়া হয়।  বিজেপি সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশের বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে। সরকার কিছু করে না। আইবি-তে বিজেপির লোক আছে বলেও দাবি তাঁর। এছাড়া তিনি সরাসরি নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + four =